Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলারোয়া উপজেলা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের উদ্বেগ প্রকাশ করে বিবৃতি

কলারোয়া (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলামকে চোরাকারবারী, মুদ্রা পাচারকারী ও হুন্ডি ব্যবসায়ী হিসাবে তালিকাভূক্ত করায় কলারোয়া উপজেলা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। চেয়ারম্যান মনিরুল ইসলাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাকে হয়রাণী থেকে রক্ষার জন্য প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, গোয়েন্দা সংস্থার আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে। এব্যাপারে বিবৃতি দিয়েছেন, কলারোয়া উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন, ভাইস চেয়ারম্যান আরাফাত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না, জয়নগর ইউপি চেয়ারম্যান শামছুদ্দীন আল মাসুদ, জালালাবাদ ইউপি চেয়ারম্যান আবুল কালাম, কয়লা ইউপি চেয়ারম্যান শেখ ইমরান, লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম, কেড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, কেরালকাতা ইউপি চেয়ারম্যান আঃ হামিদ, হেলাতলা ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, কুশোডাঙ্গা ইউপি চেয়ারম্যান আসলাম হোসেন, দেয়াড়া ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান, যুগিখালী ইউপি চেয়ারম্যান রবিউল হাসান প্রমুখ। এছাড়া সোনাবাড়িয়া ইউনিয়নের ৮ জন ইউপি মেম্বর অনুরুপ এক বিবৃতি দিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউনিয়ন পরিষদ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ