Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী প্রতারক চক্রের সদস্য গ্রেফতার

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৮, ৩:৩২ পিএম | আপডেট : ৩:৩৩ পিএম, ৮ এপ্রিল, ২০১৮

র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাতে অভিযান পরিচালনা করে মিথ্যা ও ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী প্রতারক চক্রের সদস্য মোঃ মাহবুব আলম (২৪) কে গ্রেফতার করেছে। সে বগুড়া জেলার ধুনট উপজেলার বানীয়াগাতী গ্রামের হোসেন আলীর পুত্র । তাকে বানীয়াগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছনে পাকা রাস্তার উপর হতে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত কাজে ব্যবহৃত মোবাইল ফোনসহ গ্রেফতার করা হয়। র‌্যাবের কাছে সে স্বীকারোক্তি দিয়ে বলে , তার ব্যবহৃত মোবাইলে ফেসবুক মেসেঞ্জার এ্যাপ্লিকেশনের এর মাধ্যমে (রিয়াদুল ইসলাম ছদ্দ নামে) সে একটি গ্রুপ তৈরি করে, যার সদস্য সংখ্যা দুইশত জন । টাকার বিনিময়ে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করে চলমান এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র দিবে মর্মে শিক্ষার্থীদের নিকট হতে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার পরিকল্পনা বাস্তবায়নের জন্যই তার গ্রুপের সদস্যরা কাজ করতো । এরই মধ্যে অজ্ঞাতনামা দুই জনের কাছ থেকে ৫০০ টাকা করে বিকাশের মাধ্যমে হাতিয়ে নেয়। র‌্যাব কার্যালয়ে রোববার বেলা সাড়ে ১১টায় এক প্রেসব্রিফিং এ আনুষ্ঠানিকভাবে র‌্যাব জানায় , মাহাবুব নিজে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য মিথ্যা প্রশ্নপত্র প্রস্তুত ও প্রকাশ করে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টার অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছে ।

উল্লেখ্য চলতি এইচএসসি পরীক্ষা শুরুর পর থেকে র‌্যাব-১২ পাবনা, টাঙ্গাইল, বগুড়াসহ তার দায়িত্বাধীন এলাকায় অভিযান পরিচালনা করে প্রশ্নপত্র ফাঁসকারী প্রতারক চক্রের একাধিক সদস্যকে ইতিমধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রতারক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ