Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্বিতীয় দিনে আজ বগুড়ায় সমাবেশ

তিস্তা ব্যারেজ অভিমুখে রোডমার্চ

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

ভারতের একতরফা পানি প্রত্যাহার আর সরকারের নতজানু নীতির প্রতিবাদে এবং তিস্তাসহ সকল অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর পক্ষ থেকে ঢাকা থেকে তিস্তা ব্যারেজ অভিমুখে রোডমার্চ-এর ২য় দিন আজ ১১টায় বগুড়ার সাতমাথায় সমাবেশ অনুষ্ঠিত হবে। রোডমার্চ-এর দ্বিতীয় দিনের সমাবেশে সভাপতিত্ব করবেন বাসদ বগুড়া জেলা আহ্বায়ক কমরেড অ্যাড. সাইফুল ইসলাম পল্টু, বক্তব্য রাখবেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশিদ ফিরোজ, কমরেড জাহেদুল হক মিলু, কমরেড রাজেকুজ্জামান রতন, বাসদ নওগাঁ জেলা সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুল, বগুড়া জেল সদস্য সচিব সাইফুজ্জামান টুটুল। সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখবেন মুক্তিযোদ্ধা মাহফুজুল হক দুলু, শিক্ষাবিদ শ্যামল ভট্টাচার্য্য, সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য জেলা সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, গণসংহতি আন্দোলন জেলা সমন্বয় আব্দুর রশিদ, বিপ্লবী ওর্য়াকাস পার্টি জেলা নেতা শান্ত প্রমূখ নেতৃবৃন্দ। আজ বেলা ১১টায় রোডমার্চ-এর ২য় দিনে বগুড়া সাতমাথার সমাবেশ সফল করার জন্য দলের নেতা-কর্মী-সমর্থক সর্বস্তরের জনগনকে প্রতি আহ্বান জানানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সমাবেশ

২৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ