Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইতিহাসের শ্রেষ্ঠ পর্যায়ে রুশ-চীন সম্পর্ক : ওয়াং

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

যুক্তরাষ্ট্র একদিকে রাশিয়া ও চীনের বিরুদ্ধে একের পর এক শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে। ফলে দৃশ্যত একটা সঙ্কটময় সময় পার করছে দেশ দু’টি। কিন্তু এরই মধ্যে দাঁড়িয়ে নতুন সম্পর্কের পথ দেখাচ্ছে চীন ও রাশিয়া। রাশিয়া সফরে গিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, এ দুই দেশের মধ্যকার সম্পর্ক এখন ইতিহাসের শ্রেষ্ঠ পর্যায়ে রয়েছে। রাশিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে চীনের তরফ থেকে এমন দাবি আসার দিন কয়েক আগেই চীন থেকে আমদানি করা পণ্যের ওপর নতুন করে ১০০ বিলিয়ন ডলার শুল্ক আরোপের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে দুই দেশের মধ্যকার চলমান ‘বাণিজ্য যুদ্ধ’ আরও বিস্তৃত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে রাশিয়াও যুক্তরাজ্যের পক্ষত্যাগী সাবেক গুপ্তচরকে হত্যাচেষ্টার অভিযোগ মাথায় নিয়ে আন্তর্জাতিক কূটনীতিতে এক ধরনের বিপর্যয়ের মধ্যেই রয়েছে। তবে রাশিয়া বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে। অপরদিকে চীনা কুটনীতিকদের নিয়ে ওয়াংয়ের এ রাশিয়া সফরের পর আগামী জুনে চীন সফরের পরিকল্পনা করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ