মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : কোরীয় উপদ্বীপে থার্মাল হাই অলটিটিউড ডিফেন্স সিস্টেম বা থাড ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সম্ভাব্য মোতায়েনের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রকে যৌথভাবে হুঁশিয়ার করে দিয়েছে চীন এবং রাশিয়া। দেশ দুটির পক্ষ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে, থাড ক্ষেপণাস্ত্র মোতায়েনের ফলে কৌশলগত ভারসাম্য নষ্ট হবে এবং অস্ত্র প্রতিযোগিতা বেড়ে যাবে। মস্কো সফররত চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার অজুহাতে দক্ষিণ কোরিয়ায় থাড মোতায়েন করা উচিত হবে না বলে মন্তব্য করেন ওয়াং ই। প্রায় একই রকম বক্তব্য দিয়েছেন ল্যাভরভ। গত মাসে উত্তর কোরিয়ার দ্বারপ্রান্তে থাড মোতায়েনের পরিকল্পনা ঘোষণা করেছে মার্কিন সামরিক বাহিনী। ওয়ারহেড বা বোমাবাহী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুতে আঘাত হানার শেষ পাঁচ মিনিট থার্মাল ফেজ নামে পরিচিত। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।