পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত শহর দৌমায় শনিবার নতুন করে বিমান হামলা শুরু হয়েছে। উদ্ধারকর্মী ও একটি পর্যবেক্ষণকারী সংস্থা একথা জানিয়েছে। দামেস্কের বাইরের এই শহরে বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে রাতভর ব্যাপক গোলা বর্ষণের পর নতুন করে এই বিমান হামলা শুরু হল। গতকাল শনিবার সকালে দৌমা থেকে উদ্ধার কর্মী ফিরাস আল-দৌমি বলেন, ‘এখনো বোমা বর্ষণ চলছে। তিনটি জঙ্গি বিমান ও দুটি হেলিকপ্টারের সাহায্যে এ হামলা চালানো হচ্ছে।’ সিরিয়ার ইস্টার্ন ঘৌতার বিদ্রোহী নিয়ন্ত্রিত শেষ শহর দৌমা। এক সময় রাজধানীর কাছের এই শহরটি বিরোধী দলের প্রধান ঘাঁটি ছিল। গতকাল শনিবার দৌমাজুড়েই বিমান হামলা চালানো হচ্ছে। সরকারি বাহিনী আশপাশের কৃষিক্ষেতে গোলা বর্ষণ করছে। খবরে বলা হয়, সিরিয়ার পূর্ব ঘৌতার বিদ্রোহী নিয়ন্ত্রিত সর্বশেষ শহরটিতে গত শুক্রবার সরকারি বাহিনীর বিমান হামলায় ৪০ বেসামরিক লোক নিহত হয়েছেন। শহর থেকে বিদ্রোহীদের সরে যাওয়া নিয়ে সরকারের সঙ্গে একটি আলোচনা ব্যর্থ হওয়ার পর সেনাবাহিনী সেখানে স্থল অভিযানও চালিয়েছে। রাশিয়ার সহযোগিতায় সিরীয় বাহিনী নির্বিচার বোমা বর্ষণ ও বিদ্রোহীদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিদ্রোহীদের এক সময়ের ঘাঁটি পূর্ব ঘৌতার অধিকাংশ অঞ্চল পুনরুদ্ধার করেছে। কিন্তু ইসলামপন্থী গোষ্ঠী জয়শ আল ইসলাম পূর্ব ঘৌতার সবচেয়ে বড় শহর দৌমা থেকে সরে না গিয়ে সেখানে রয়ে গেছে। মস্কো রোববার জয়শ আল ইসলামের সঙ্গে একটি চুক্তির ঘোষণা দেয়। সে অনুসারে পর পর তিন দিন প্রায় তিন হাজার যোদ্ধা ও বেসামরিক লোক বাসে চড়ে শহরটি থেকে বের হয়ে যায়। কিন্তু বিদ্রোহীদের প্রত্যাহার নিয়ে জয়শ আল ইসলামের মধ্যে মতভেদ দেখা দিলে সবকিছু স্থগিত হয়ে যায়। গেল ১০ দিনের মধ্যে প্রথমবারের মতো গত শুক্রবার নতুন করে বোমা হামলা শুরু করে সরকারি বাহিনী। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, দৌমার বিভিন্ন অঞ্চলে রুশ যুদ্ধবিমান ও সরকারি বাহিনীর হামলায় আট শিশুসহ অন্তত ৪০ বেসামরিক লোক নিহত হয়েছেন। এতে কয়েক ডজন লোক আহত হয়েছেন বলে জানিয়েছেন অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, বিভিন্ন প্রান্ত দিয়ে সেনাবাহিনীর শহরটিতে প্রবেশ করে জয়শ আল ইসলামের সঙ্গে ব্যাপক সংঘাতে জড়িয়ে পড়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে এক চিকিৎসক বলেন, মনে হচ্ছে আমরা গাজা উপত্যকার যুদ্ধে ফিরে গেছি। যেন ইসরাইল আমাদের ওপর বোমাবর্ষণ করছে ও সারাবিশ্ব তা তাকিয়ে তাকিয়ে দেখছে। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।