বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের লেবেল ক্রোসিং রেলগেট পারাপারে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন ও সর্বসাধারণ। এছাড়া বিঘ্ন ঘটছে রাজধানী ঢাকা, খুলনা, রাজশাহীর সাথে উত্তরাঞ্চলের ট্রেন চলাচলে। যে কোন সময় ঘটতে পারে দুর্ঘটনা। পশ্চিমঞ্চলের সর্ববৃহত্তম জংশন শহরের প্রাণকেন্দ্র রেল ক্রোসিং গেটের ভিতরে রেললাইনের মেরামত করার পর বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে ট্রাক, বাস, সিএনজি, অটোচার্জার, রিক্সাভ্যান, মটর সাইকেলসহ সকল প্রকার যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। দীর্ঘদিন যাবৎ এই রেলক্রোসিং (গেটের) রাস্তার কাজ না করায় গর্তগুলো ছোট থেকে বড় আকার ধারণ করায় চলাচলে ঝুঁকিও বাড়ছে। এ বিষয়ে স্থানীয় স্টেশন মাষ্টার মোঃ রেজাউল ইসলাম ডালিমের সাথে কথা বললে তিনি বলেন এবিষয়ে আমি কিছু বলতে পারবো না। লেবেল ক্রোসিং এর ভালো মন্দ দেখার দায়িত্ব এস এস এ/ই সান্তাহার। এব্যাপারে স্থানীয় রেলওয়ে এস এস এ/ই নারায়ন সরকারের সাথে কথা বললে তিনি বলেন বড় কাজগুলো টেন্ডারের মাধ্যেমে করা হয়। ছোটখাােট কাজ নিজস্ব লোকজন দ্বারা করা হয়। এ লেবেল ক্রোসিং বিষয়ে উধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ছোট সমস্যাগুলো দেখবো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।