Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

সংলাপে পাকিস্তান প্রস্তুত থাকলেও ভারত পিছিয়ে যাচ্ছে : মুখপাত্র

জম্মু ও কাশ্মীরে ভারতীয় বাহিনীর নৃশংসতার নিন্দায় পাকিস্তান মন্ত্রিসভা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

ভারতের সাথে আলোচনার জন্য পাকিস্তান প্রস্তুত, কিন্তু দেশটি অব্যাহতভাবে সংলাপ এড়িয়ে যাচ্ছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মোহাম্মদ ফয়সাল এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন। সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি জম্মু ও কাশ্মীরে নৃশংসতা এবং ভারতের সাথে সম্পর্ক বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। গত সপ্তাহে কাশ্মীরিদের ওপর ভারতীয় বাহিনীর চরম নৃশংসতা ও মানবাধিকার লঙ্ঘনের কথা উল্লেখ করে ড. ফয়সাল বলেন, নির্মমভাবে হত্যাকান্ড ভয়ঙ্কর ও অমানবিক সন্ত্রাসী কর্মকান্ড। ভারত কয়েক দশক ধরে কাশ্মীরিদের ওপর এ ধরনের হামলা চালিয়ে যাচ্ছে। নৃশংসতার নিন্দা জানিয়ে মুখপাত্র বলেন, অধিকৃত উপত্যকার জনগণের সাথে পাকিস্তান পূর্ণ একাত্মতা প্রকাশ করছে। তিনি বলেন, জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি ও ভারতীয় বাহিনীর নৃশংসতা প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসি কেন্দ্রীয় মন্ত্রিসভা ও জাতীয় নিরাপত্তা কমিটিতে উত্থাপন করেছেন। মন্ত্রিসভাও ভারতীয় বাহিনীর নৃশংসতার নিন্দা করে প্রস্তাব গ্রহণ করে। মুখপাত্র সাংবাদিকদের আরো জানান, ৬ এপ্রিল ইসলামাবাদ এবং বিশ্বব্যাপী পাকিস্তানি মিশনগুলোতে কাশ্মীর সংহতি দিবস পালিত হবে। তিনি বলেন, নির্দিষ্ট কয়েকটি রাজধানীতে বিশেষ দূত পাঠানো হবে। প্রধানমন্ত্রী আহত কাশ্মীরিদের চিকিৎসার সব ব্যয়ভার বহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে নির্দেশ দেন। গত বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ ও পররাষ্ট্রসচিব তেহমিনা জানজুয়াও ইসলামাবাদে কূটনৈতিক মিশনগুলোর প্রধানদের কাছে নিরীহ কাশ্মীরিদের ওপর ভারতীয় নৃশংসতার বিষয়টি তুলে ধরেন। সাউথ এশিয়ান মনিটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান প্রস্তুত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ