Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচনের জন্য মালয়েশিয়ার পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৮, ২:৪৬ পিএম

নির্বাচনের পথ সুগম রাখতে মালয়েশিয়ার পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক।
ক্ষমতার পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার দুই মাস আগেই শুক্রবার টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি এ ঘোষণা দেন।

নাজিব বলেন, জনগণকে অবগত করছি যে- আমি মালয়েশিয়ার রাজার সঙ্গে দেখা করেছি। তার কাছে শনিবার থেকে পার্লামেন্টের বিলুপ্তি কার্যকরের সুপারিশ করেছি।

২৫ মিনিটের ভাষণে ক্ষমতাসীন বারিসান নাসিওনাল জোটের বিভিন্ন সফলতা বিবরণ তুলে ধরেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।-খবর এএফপি ও রয়টার্সের।

তিনি বলেন, আমরা মানুষের সেবা করেছি। ভবিষ্যতেও আপনাদের সেবা করে যাব। আরও পাঁচ বছর দেশ শাসন করার জন্য আপনাদের সমর্থন চাচ্ছি।

পার্লামেন্ট বিলুপ্তির ৬০ দিনের মাথায় দেশটির জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এখন নির্বাচন কমিশন ভোটের দিন তারিখ ঠিক করতে বৈঠকে বসবে।

১৯৫৭ সালে ব্রিটিশদের কাছ থেকে মালয়েশিয়া স্বাধীন হওয়ার পর থেকে দেশটির ক্ষমতায় রয়েছে বারিসান নাসিওনাল জোট।

কিন্তু নাজিব রাজাকের বিরুদ্ধে সরকারি কোষাগার থেকে কোটি কোটি ডলার অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতের সরকারের প্রতি মানুষের চরম ক্ষোভ বিরাজ করছে।

তার বিরুদ্ধে বিভিন্ন দেশে অর্থপাচারের অভিযোগের তদন্ত চলছে। দাবি করা হয়, লুট হওয়া বিশাল অঙ্কের অর্থ নাজিব রাজাকের ব্যক্তিগত ব্যাংক হিসাবে জমা পড়েছে।

আর্থিক কেলেঙ্কারি ও দুর্নীতি কেন্দ্র করে ক্ষমতাসীন জোটকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে সম্মিলিত বিরোধী জোটের নেতৃত্বে এসেছেন মালয়েশীয় উন্নয়নের রূপকার ও সাবেক প্রধানমন্ত্রী।

এ অবস্থায় সব মিলিয়ে গত ৬০ বছরের মধ্যে সবচেয়ে কঠিন পরীক্ষার মুখে রয়েছে ক্ষমতাসীন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মালয়েশিয়া

৯ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ