নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : ফুটবল রোমান্টিকরা একসাথে দুটো টেলিভিশন সেট সামনে নিয়ে বসতে পারেন। কোনটাকে বেশি গুরুত্ব দেবেন আপনি। একদিকে রোমার বিপক্ষে লিওনেল মেসির বার্সেলোনার কোয়ার্টার ফাইনাল উৎরানোর লড়াই, যেখান থেকে তারা শেষ চার বছরে তিনবারই বিদায় নিয়েছে। আরেকদিকে লিভারপুল-ম্যানচেস্টার সিটি মহারণ।
গেল মৌসুমে এই পর্ব থেকেই আরেক ইতালিয়ান দল জুভেন্টাসের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল বার্সেলোনাকে। এবারো তাদের প্রতিপক্ষ সেরি আ’রই আরেক দল রোমা। গেল মৌসুমের গ্রæপ পর্বে অবশ্য রোমাকে ৬-১ ব্যবধানে হারানোর সুখস্মৃতি আছে কাতালান দলটির। তাছাড়া আজ তারা খেলতে নামবে নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে। ইতালিয়ান প্রতিপক্ষের বিপক্ষে যেখানে শেষ ১২ ম্যাচ হারেনি বার্সা।
এই পর্বে রোমাকে পেয়ে অনেকেই নাক সিটকেছিলেন। কোন ঝাক্কি ঝামেলা ছাড়াই বুঝি সেমিফাইনালে উঠে গেল বার্সা। কিন্তু ব্যাপারটা এমন সহজ মনে করছেন না কোচ আর্নেস্তো ভালভার্দে, ‘ফেভারিট হলেই সবকিছু শেষ হয়ে যায় না। এর মানে এই নয় যে এই ম্যাচ নিয়ে আমরা চিন্তিত নয়। ভালো খেলা খেলেই তাদের হারাতে হবে।’
হ্যামস্ট্রিং চোট কাটিয়ে আজ ভালভার্দের একাদশে ফিরতে পারেন মেসি। তবে রোমার শক্তিশালী রক্ষনভাগ নিয়ে বার্সাকে নতুন করে ভাবতেই হচ্ছে। রোমা ফরোয়ার্ড স্টিফেন এল শারাওয়ে বলেছেন, ‘আমরা মেসির সেরা ফর্ম নিয়ে বাড়তি কাজ করেছি। প্রতিবারই সে যখন বল পায় কিছু একটা করে বসে। সে কারনেই আমরা যেকোন পরিস্থিতির জন্য প্রস্তুত, যতটা সম্ভব তাকে আটকানোর চেষ্টাই আমরা করবো।’
এবারের মৌসুমে পাঁচটি লা লিগা ও চ্যাম্পিয়নস লীগের ম্যাচে মেসি মূল একাদশে ছিলেননা। এর মধ্যে বার্সা জিততে পারে দুটিতে, বাকি তিনটিতে ড্র। সর্বশেষ সেভিয়ার বিপক্ষে দুই গোলে পিছিয়ে থেকেও ৮৯ মিনিটে মেসির গোলে সমতা ফেরায় বার্সা। তবে ভালভার্দে বলেছেন, ‘আমরা বিষয়টি নিয়ে চিন্তিত নই। মেসি থাকলে এক রকম, না থাকলে অন্যরকম, আমরা সবকিছুর জন্যই প্রস্তুত আছি।’
আনফিল্ডের উত্তাপটা অবশ্য আরো বেশি। প্রিমিয়ার লিগে তারা পরস্পরের চেনা প্রতিপক্ষ হলেও এই প্রথম উয়েফার কোন প্রতিযোগিতায় মুখোমুখি হচ্ছে লিভারপুল ও সিটি। মৌসুমে দুর্দান্ত ফর্ম সিটির পক্ষেই কথা বলে। তাহলে এটাও জেনে রাখুন প্রিমিয়ার লিগ মৌসুমে সিটিকে একমাত্র পরাজয় উপহার দেয়া দল এই লিভারপুল। অল রেডদের বিপক্ষে শেষ আটবারের মুখোমুখিতেও পাঁচবারই হেরেছে আকাশি-নীলরা। দলের প্রধান তারকা সার্জিও আগুয়েরোর খেলা নিয়েও রয়েছে ধোয়াশা। চোটের কারণে আর্জেন্টিনার প্রিতি ম্যাচেও ছিলেন না তিনি। তবে সুখবর হলো চোট কাটিয়ে পূর্ণরুপে গ্যাব্রিয়েল জেসুসের ফেরা।
যে দলের কোচিং চেয়ারে পেপ গার্দিওলার মত কেউ সেই দলকে নিয়ে ভাবতেই হয়। তবে রেড কোচ ইয়ুর্গুন ক্লপ এসব কিছুকে গুরুত্ব না দিয়ে নিজের কাজটিই করতে চান। তার কন্ঠেও আত্মবিশ্বাসের সুর, ‘সিটি পারফেক্ট খেলা করে, এটা অসম্ভব। কেউই পারফেক্ট নয়। এটা অবশ্য প্রতিপক্ষের দুর্বলতা নিয়ে কথা বলার সময় নয়, সম্মান দেখানের সময়। আমরা তাদের সম্মান-ই করছি।’ জার্মান কোচ বলেন, ‘কাজটা কঠিন কিন্তু আমি কঠিন কাজই পছন্দ করি। সিটিকে হারানো বড় সফলতা। আমরা সেটাই করে সামনে এগিয়ে যেতে চাই।’
ক্লাপের আক্রমণভাগ যেমন ফর্মে রয়েছে তাতে আত্মবিশ্বাসী হতেই পারেন তিনি। ইউরোপিয়ান শু-এর লড়াইয়ে মেসিকেও টপকে তারই শিষ্য মোহমেদ সালাহ। মৌসুমজুড়েই যিনি উপহার দিচ্ছেন অসমাধারণ ফুটবল। বিশেষ করে ফিলিপ কুতিনহোর বার্সায় নাম খেলানোর পর থেকে।
আজ মুখোমুখি
বার্সেলোনা : রোমা
লিভারপুল : ম্যান সিটি
ম্যাচ শুরু রাত পৌনে ১টায়
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।