Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পৃথিবীতে আছড়ে পড়ল চীনের অকেজো স্পেস ল্যাব

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

চীনের অকেজো স্পেস ল্যাব তিয়ানগং-১ সোমবার পৃথিবীতে আছড়ে পড়েছে। এ সময়ে এটির বেশীর ভাগ অংশ পুড়ে গেছে। টুকরো অংশগুলো দক্ষিণ প্রশান্ত মহাসাগরে পড়েছে। বেইজিং একথা জানায়। চীনের মনুষ্যবাহী মহাকাশ প্রকৌশল দপ্তর জানায়, সোমবার স্থানীয় সময় সকাল ৮ টা ১৫ মিনিটের দিকে (গ্রিনিচ মান সময় ০০:১৫ টা) এটি পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশ করে। এর আগে মহাকাশ কর্মকর্তারা জোর দিয়ে বলেন, পৃথিবীতে এটির আছড়ে পড়া নিয়ে বিচলিত হওয়ার কোন কারণ নেই। কারণ ল্যাবটি পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশ করার পরপরই এতে আগুন ধরে এর বেশীর ভাগই অংশ পুড়ে যাবে। আগেই জানানো হয়েছিল, অকেজো হয়ে পড়া চীনের মহাকাশ ল্যাব তিয়ানগং-১ নিয়ন্ত্রণ হারিয়ে পৃথিবীতে আছড়ে পড়বে। তবে কবে নাগাদ এটি আছড়ে পড়বে তখন তার সঠিক সময় নির্ধারণ করা যায়নি। আজ সোমবার গ্রিনিচ মান সময় ৮ টা ১৬ মিনিটে এটি দক্ষিণ প্রশান্ত মহাসাগরে পড়েছে। খবরে বলা হয়, ল্যাবটির সাথে চীনের সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল বলে এর পতনের ওপর তাদের কোন নিয়ন্ত্রণ ছিল না। উল্লেখ্য, ২০১১ সালের সেপ্টম্বরে মহাকাশে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালাতে চীন কক্ষপথে ল্যাবটি স্থাপন করে। ২০২২ সাল নাগাদ মহাশূন্যে মহাকাশ স্টেশন তৈরীর লক্ষ্যে দেশটি এ কার্যক্রম শুরু করে। ২০১৬ সালেই ১০ মিটার দীর্ঘ আট টন ওজনের এ ল্যাবের সাথে চীনের গবেষকদের সম্পূর্ণ যোগযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকে এটি পৃথিবীর দিকে ফিরে আসছিল। ইউরোপীয় মহাকাশ সংস্থার নেতৃত্বে ১৩ টি মহাকাশ সংস্থা রাডারসহ নানা অপটিক্যাল যন্ত্রপাতি দিয়ে এটির গতিপথ পর্যবেক্ষণ করে আসছিল। সূত্র : এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পৃথিবীতে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ