Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথম সিজেকেএস ব্যাডমিন্টন লিগ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

প্রথমবারের মতো সিজেকেএস প্রিমিয়ার ও প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ আগামী ২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে। প্রিমিয়ার লিগের দলগুলো হচ্ছে ব্রাদার্স ইউনিয়ন, ওপিএ, সিটি ক্লাব, কোয়ালিটি স্পোর্টস ক্লাব, কোয়ালিটি ব্লুজ, নবীন মেলা, বাকলিয়া একাদশ, শহীদ শাহজাহান সংঘ, ফিরিঙ্গী বাজার লাকী স্টার ক্লাব, আগ্রাবাদ নওজোয়ান ক্লাব। এছাড়া প্রথম বিভাগের দলগুলো আগ্রাবাদ নওজোয়ান গ্রীণ, লিটল ব্রাদার্স, চট্টগ্রাম আবাহনী লি: জুনিয়র, এম এইচ স্পোর্টিং ক্লাব, রাঙ্গুনীয়া উপজেলা ক্রীড়া সংস্থা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (লাল), চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ, আগ্রাবাদ কমরেড ক্লাব, সেবানিকেতন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ গ্রীণ, এলিট পেইন্ট আর সি, জালালাবাদ ক্রীড়া সংস্থা, ফ্রেন্ডস ক্লাব, উল্লাস ক্লাব, পাথরঘাটা দুর্বার সাংস্কৃতিক গোষ্ঠী, অগ্রণী সংঘ, পাঁচলাইশ যুব সংঘ, চট্টগ্রাম বন্দর কতৃপক্ষ ক্রীড়া সমিতি (সাদা), চিটাগাং রয়েল, গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী। প্রিমিয়ারের ইভেন্টগুলো হচ্ছে পুরুষ একক ও দ্বৈত, মহিলা একক, মিশ্র দ্বৈত। প্রিমিয়ারে প্রতি দলে সর্বনিম্ন ৫ জন ও সর্বোচ্চ ৭ জন খেলোয়াড় রেজিস্ট্রেশন করতে পারবে। তারমধ্যে বিদেশি খেলোয়াড় রেজিস্ট্রেশন করতে পারবে ১ জন। প্রথম বিভাগে ইভেন্টগুলো হচ্ছে পুরুষ একক ও দ্বৈত। এখানে সর্বনিম্ন ৩ জন ও সর্বোচ্চ ৫ জন খেলোয়াড় রেজিস্ট্রেশন করতে পারবে। অংশগ্রহণকারী প্রত্যেক খেলোয়াড় অবশ্যই চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্যাডমিন্টন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ