Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়া-ব্রিটেন উত্তেজনার পারদ তুঙ্গে

গুপ্তচরের ওপর নার্ভ গ্যাস প্রয়োগ করা সংক্রান্ত জটিলতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

গুপ্তচরের ওপর নার্ভ গ্যাস প্রয়োগ করা নিয়ে রাশিয়া ও ব্রিটেনের মধ্যে উত্তেজনার পারদ এখনো তুঙ্গে। একের পর এক ঘটনা ঘটে চলেছে। সর্বশেষ মস্কো থেকে ব্রিটেনের কূটনীতিক কমপক্ষে ৫০ জন কমিয়ে আনতে বলেছে রাশিয়া। এর মধ্যে রয়েছে রাশিয়ায় নিয়োজিত ব্রিটেনের টেকনিক্যাল স্টাফও। ব্রিটেনে রাশিয়ান গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়ার ওপর নার্ভ গ্যাস প্রয়োগ করা নিয়ে এমন উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ নিয়ে সংঘাতময় অবস্থা সৃষ্টি হয়েছে দেশ দুটির মধ্যে। এদিকে লন্ডনে রাশিয়ার একটি যাত্রীবাহী বিমানে তল্লাশি চালায় ব্রিটেন। এর ব্যাখ্যা দাবি করেছে মস্কো। রাশিয়া বলেছে, ব্রিটেনের কোনো বিমান রাশিয়া স্পর্শ করলে একই ঘটনা ঘটতে পারে। অন্যদিকে ব্রিটেনে গেলে সরকারি হয়রানির আওতায় পড়তে পারে এ জন্য রাশিয়ার নাগরিকদের সতর্ক করা হয়েছে ব্রিটেন ভ্রমণের ক্ষেত্রে। গুপ্তচরের ওপর নার্ভ গ্যাস প্রয়োগ করায় এরই মধ্যে শতাধিক রাশিয়ান কূটনীতিককে বহিষ্কার করেছে পশ্চিমা দেশগুলো। এর মধ্যে ব্রিটেন থেকে বহিষ্কার করা হয়েছে ২৩ জনকে। রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় বলেছে, লন্ডনের হিথ্রো বিমানবন্দরে রুশ বিমানে তল্লাশির বিষয়ে উপযুক্ত ব্যাখ্যা না পেলে পাল্টা পদক্ষেপ নেয়া হবে। ব্রিটিশ কর্মকর্তারা রাশিয়ার অ্যারোফ্লোট এয়ারবাসএ-৩২১-তে তল্লাশি চালায়। তল্লাশির সময় বিমানের ক্রুদের সেখানে থাকতে দেয়া হয়নি বলে অভিযোগ মস্কোর। এ সময় বিমানের ক্যাপ্টেন ব্যাখ্যা দাবি করলেও কোনো ব্যাখ্যা দেয়া হয়নি। বিমানটি মস্কো থেকে লন্ডনে পৌঁছার একদিন পর সেটাতে তল্লাশি চালানো হয়। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া যাখারোভা বলেছেন, এর মাধ্যমে ব্রিটেন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। তিনি বলেন, এটি ব্রিটেনের পক্ষ থেকে আরও একটি উসকানি। তারা বিমানের ভেতরে এমন কিছু করেছে যা তারা গোপন রাখতে চায় এবং এ কারণেই রুশ বিমানের কাউকে তাদের সঙ্গে থাকতে দেয়নি। রাশিয়ার সাবেক গোয়েন্দা স্ক্রিপালকে নিয়ে যখন দুই দেশের মধ্যে টানাপড়েন চলছে ঠিক তখনই ব্রিটেনের পক্ষ থেকে এ পদক্ষেপ নেয়া হলো। রুশ বিমানটি এরইমধ্যে নিরাপদে মস্কো ফিরেছে। স্ক্রিপাল ব্রিটেনের গোয়েন্দা সংস্থা এমআই ৬ এর পক্ষে গুপ্তচরবৃত্তি করছিলেন। ফলে তার ওপর নার্ভ গ্যাস প্রয়োগ করার জন্য রাশিয়াকে দায়ী করছে ব্রিটেন। কিন্তু দায় অস্বীকার করেছে রাশিয়া। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ