Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

গাজায় ফের হামলার ইঙ্গিত ইসরাইলের

নিরাপত্তা পরিষদের বিবৃতি একক প্রচেষ্টায় আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

ইসরাইলি সেনাবাহিনী অভিযোগ করে বলেছে, ফিলিস্তিন মুক্তি আন্দোলনের সশস্ত্র সংগঠন হামাস বিক্ষোভকে কাজে লাগিয়ে ইসরাইলে হামলার পায়তারা করছে। এই কর্মকান্ড বন্ধ না হলে গাজায় নতুন করে হামলা চালানো হবে বলে ইঙ্গিত দিয়েছেন ইসরাইরী সেনা মুখপাত্র। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ওই সেনা মুখপাত্রের বক্তব্যকে উদ্ধৃত করে এসব কথা জানিয়েছে। অপরদিকে, ১৭ ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনায় ১৫ সদস্যবিশিষ্ট নিরাপত্তা পরিষদের একটি খসড়া বিবৃতি একক উদ্যোগে আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এই খবর জানিয়েছে। ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ সে দেশের কর্মকর্তাদের সূত্রে জানিয়েছে, যুক্তরাষ্ট্র একক প্রচেষ্টায় ওই খসড়া বিবৃতি চূড়ান্ত করতে দেয়নি। অতীত ইতিহাসেও নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনিদের পক্ষে আনা বিভিন্ন উদ্যোগের বিরুদ্ধে ভূমিকা নিয়েছে ওয়াশিংটন। ৪২ তম ভূমি দিবসের ৬ সপ্তাহের কর্মসূচির প্রথম দিনে গত শুক্রবার গাজা উপত্যকায় জড়ো হয় কয়েক হাজার ফিলিস্তিনি নাগরিক। তাদের বিক্ষোভে ইসরাইলের সেনাবাহিনী গুলি চালালে নিহত হয় ১৭জন ফিলিস্তিনি। সাত শতাধিক মানুষ গুলিবিদ্ধ ছাড়াও আহত হয় প্রায় দেড় সহস্র মানুষ। তবে ইসরাইলি কর্মকর্তারা বলছেন, সহিংসতা ছড়িয়ে পড়লে তারা গুলি ছোড়া শুরু করে। গত শনিবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘সীমান্ত রক্ষা করে নাগরিকদের শান্তিপূর্ণভাবে ছুটির দিন কাটানোর সুযোগ করে দেওয়া’য় সেনা সদস্যদের প্রশংসা করেছেন। ইসরাইলের সেনামুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ম্যানেলিস শনিবার সাংবাদিকদের বলেন, ‘জঙ্গিবাদী হামাসই গাজা নিয়ন্ত্রণ করে। ফিলিস্তিনি বিক্ষোভের আড়ালে তারা ইসরাইলে হামলা চালানোর পায়তারা করছে।’ রয়টার্স, এএফপি, মিডল ইস্ট আই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গাজা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ