পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সারাদেশে চলতি বছরের জানুয়ারী থেকে মার্চ মাস পর্যন্ত তিন মাসে ১৮৭ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। এদের মধ্যে ধর্ষণের পর ১৯ নারীকে হত্যা করা হয়েছে। ২জন নারী ধর্ষণের পর আত্মহত্যা করেছেন। এছাড়া ধর্ষণের চেষ্টা চালানো হয়েছে আরো ২১ নারীর উপর। এর বাইরে যৌন হয়রানি ও সহিংসতার শিকার হয়েছেন ২৭ নারী। যৌন হয়রানির কারনে আত্মহত্যা করেছেন ২ নারী। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) গতকাল ত্রৈমাসিক পরিসংখ্যানে এসব তথ্য তুলে ধরা হয়েছে। মিডিয়ায় পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে ও ক্রসফায়ারে আরো ৪৬ জন মারা গেছেন। এদের মধ্যে র্যাবের ক্রসফায়ারে ১৬ জন, পুলিশের ক্রসফায়ারে ১৯জন, ডিবি পুলিশের ক্রসফায়ারে ৫জন নৌ-পুলিশের ক্রসফায়ারে ১জন, বিজিবির ক্রসফায়ারে ১জন, ডিবি পুলিশের নির্যাতনে ১জন ও পুলিশের গুলিতে ২জন মারা গেছেন। পাশাপাশি কারা হেফাজতে তিন মাসে মারা গেছেন ২৫ জন। এদের মধ্যে ১১জন কয়েদি ও ১৪জন হাজতি। ১২ই মার্চ কারা হেফাজতে মারা যান ছাত্রদল নেতা জাকির হোসেন। পুলিশের নির্যাতনে মৃত্যু হয়েছে বলে তার পরিবার অভিযোগ করেছে।
আসকের নির্বাহী পরিচালক শীপা হাফিজা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় দেশের বিভিন্ন দৈনিক পত্রিকা, অন লাইন মিডিয়া ও আসনের নিজস্ব গবেষণা থেকে এতথ্য তুলে ধরা হয়েছে। বিজ্ঞত্তিতে ঘটনার বিবরণসহ বিস্তারিত ভাবে তুলে ধরা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।