Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্টামফোর্ডে মাদকবিরোধী অনুষ্ঠান

| প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

গত ২৯ মার্চ ‘মাদক বিনোদনের মাধ্যম নয়, আত্মহননের পথ’- শ্লোগান নিয়ে স্টামফোর্ড মাদকবিরোধী ফোরাম আয়োজন করে ‘যুগান্তরে নব্য যাত্রী’ শীর্ষক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন স্টামফোর্ডের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ আব্দুল মতিন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক খুরশিদ আলম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফোরামের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. আহমেদ কামরুজ্জামাম মজুমদার এবং ফোরামের সভাপতি রাখিল খন্দকার নিশান। নবীণদের শপথ গ্রহণের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠানের প্রথম পর্ব।
দ্বিতীয় পর্বে দুই বার মেধা অন্বেষণ প্রতিযোগিতায় প্রথম শাকিল রেজা ইফতি এবং ব্রিটিশ কুইন্স লিডার এওয়ার্ড জয়ী ও চেইঞ্জের প্রতিষ্ঠাতা সাজিদ ইকবাল উন্মুক্ত আলোচনা করে। এরপর মোটিভেশনাল স্পীকার ও সংবাদ উপস্থাপক আলাদীন.কমের ম্যানেজিং ডিরেক্টর ইকবাল বাহার “সবার জীবনে বলার মত একটা গল্প দরকার” বিষয়ক মত বিনিময় করেন। দিনব্যাপী এ আয়োজনের শেষ পর্বে ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। -বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদকবিরোধী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ