Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ম্যাডোনাকে এখনও ‘খুব’ ভালবাসের শন পেন

| প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

প্রথম স্ত্রী ম্যাডোনার প্রতি ভালবাসার কথা অকপটে স্বীকার করেছেন অভিনেতা শন পেন।
৫৭ বছর বয়সী অভিনেতাটি সমপ্রতি ‘দ্য লেট শো’তে অংশ নেন। অনুষ্ঠানের ‘শন পেন-ই ফর ইওর থটস’ অংশে উপস্থাপক স্টিফেন কোলবার্ট তাকে তার তার একসময়ের স্ত্রী (১৯৮৫ থেকে ১৯৮৯) ম্যাডোনা আর পপ প্রিন্সেস নামে খ্যাত ব্রিটনি স্পিয়ার্সের মধ্য থেকে একজনকে বেছে নিতে বলেন।
পেন কোনও দ্বিধা না করেই বলেন, “আহ, আমি আমার প্রথম স্ত্রীকে খুব ভালবাসি। এতে কোনও তুলনা থাকতে পারে না... এসব তুলনার ব্যাপার নয়।”
কোলবার্ট বলেন, “সবাই তাও তুলনা করে! তার মানে আপনি ম্যাডোনাকেই বেছে নিচ্ছেন?”
মুচকি হেসে পেন বলেন, “অবশ্যই!”
অনুষ্ঠানের একই অংশে তাকে যখন জিজ্ঞাসা করা হয় অন্য কোনও তারকার সঙ্গে তার পরিচয়ের বিভ্রাট হয়েছে কিনা, তিনি বলেন, ‘এমিলিও এস্তেবেজের সঙ্গে, ২০ বছর আগে।”
পরস্পরের প্রতি ভালবাসার ব্যাপারে ম্যাডোনাও অকপট। ২০১৬ সালে তারা ‘রেইজিং মালাউই’ নামে একটি দাতব্য অনুষ্ঠানে একসঙ্গে কাজ করেছেন। এই সময় ম্যাডোনা আবার বিয়ে করার প্রস্তাব দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ