Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুঠিয়ার বানেশ্বরে ম্যাডোনা হারবাল সিলগালা

প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

পুঠিয়া (রাজশাহী) উপজেলা সংবাদদাতা : পুঠিয়ার বানেশ্বর বাজারের ম্যাডোনা স্পেশাল কেয়ার নামক একটি হারবাল কোম্পানির কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেল ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নুরুজ্জামান এ আদেশ দেন। খোঁজ নিয়ে জানা যায়, বানেশ্বর বাজারের উত্তর পাশে ইসাহক আলীর তিন তলা ভবনের সানোয়ার হোসেন সানু ভনটির দুইটি তলা ভাড়া নিয়ে ম্যাডোনা স্পেশাল কেয়ার নামক একটি প্রসাধনী কারখানা পরিচালনা করছিলেন। কিন্তু ওই কারখানাটিতে নিয়মনীতির তোয়াক্কা না করে অবৈধ উপায়ে নি¤œ মানের প্রসাধনী উৎপাদন করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার অভিযান পরিচালনা করে কারখানাটি সিলগালা করে দেন। এ সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কারখানা মালিকের ছেলে মিলন হোসেন (২৫) কে আটক করা হয়। এ ব্যপারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নুরুজ্জামান জানান, এই কারখানাটিতে মানুষের ব্যবহারের জন্য স্পট ক্রিম, লোসন ও ফ্রেস ওয়াস নামের তিনটি পণ্য তৈরি করা হয়। পণ্যগুলো পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছিল। ল্যাবের রিপোর্ট অনুযায়ী পারোতের পরিমাণ থাকার কথা ‘কিলো ১’ কিন্তু এই কারখানার পণ্যগুলোতে পারোতের পরিমাণ ‘কিলো ৩০’ যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। এ ছাড়াও আদালত পরিচালনার সময় সরকারি কাজে কারখানাটির মালিক সানোয়ার হোসেন সানু কোনো প্রকার সহযোগিতা করেন নি তাকে বার বার ডাকার পরেও তিনি কারখানাটিতে আসেন নি। তিনটি পণ্যের নমুনা আবারো ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পণ্যগুলোর রির্পোট না আসা পর্যন্ত কারখানাটি সিলগালা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় বিএসটিআইএর উপ-পরিচালক নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।



 

Show all comments
  • Najmul Hasan Abir ৭ জানুয়ারি, ২০১৭, ৬:৫৮ পিএম says : 0
    এইটা কি দুই নাম্বার নাকি ওরজিনাল সানোয়ার হোসেন এর ছেলের নামত সাদ্দাম হোসেন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুঠিয়ার বানেশ্বরে ম্যাডোনা হারবাল সিলগালা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ