বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রংপুরের বিশেষ জজ আদালতের পিঁপিঁ, আলোচিত জাপানি নাগরিক হোসি কোনিও এবং কাউনিয়ার মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলার আইনজীবী রথিশ চন্দ্র ভৌমিক শুক্রবার সকাল থেকে নিখোঁজ রয়েছেন। আজ দুপুর ১২টা পর্যন্ত তার কোন খোঁজ পাননি পরিবারের লোকজন কিংবা আইন-শৃঙ্খলা বাহিনী। তবে তার খোঁজে এবং তাকে উদ্ধারে মাঠে নেমেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম।
পুলিশ ও স্বজনরা জানিয়েছেন, গতকাল শুক্রবার সকালে বাড়ি থেকে বের হন এ্যাড: রথিশ চন্দ্র ভৌমিক। সন্ধ্যা পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় এবং তার মোবাইল ফোন বন্ধ থাকায় বিভিন্ন জায়গায় খোঁজ করেন তারা। কোথাও না পেয়ে রাতেই বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে তাকে উদ্ধারে অভিযানে নামে পুলিশ।
উল্লেখ্য, রংপুরে আলোচিত জাপানি নাগরিক হোসি কোনিও এবং মাজারের খাদেম হত্যা মামলার আইনজীবী ছাড়াও মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষীও ছিলেন তিনি।
হোসি কোনিও এবং খাদেম রহমত আলী হত্যা মামলায় ৮ জেএমবি সদস্যের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।