Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমার সমর্থকরা নির্বাচনে জয়ী হতে পারে -থাকসিন সিনাওয়াত্রা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

প্রাক্তন প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা থাইল্যান্ডে গণতন্ত্র ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন এবং ভবিষ্যতে তার সমর্থকদের নেতৃত্বে একটি রাজনৈতিক দল সহজেই নির্বাচনে জয়ী হতে পারে বলে আশা প্রকাশ করেছেন। থাকসিন গত বৃহস্পতিবার টোকিওতে এক অভ্যর্থনা অনুষ্ঠানে তার বোন আরেক সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাসহ উপস্থিত ছিলেন। তিনি জাপানের আশাহি সংবাদপত্রের ওয়েবসাইটে পোস্ট একটি ভিডিওতে একটি রিপোর্টারের প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দেন।
তিনি বলেন, তিনি পিউ থাই পার্টির সাথে সম্পৃক্ত নন, কিন্তু এ দলে আরও ভাল লোক আছেন যারা ‘দলকে এবং ভূমিধ্বস বিজয়ে দলের নেতৃত্ব দিতে সক্ষম’।
তাদের উভয়ের সরকারই সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়। সামরিক জানতা বারবার নতুন নির্বাচনের তারিখ স্থগিত করেছে, কিন্তু এখন ফেব্রুয়ারিতে তাদেরকে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছে। সূত্র : এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন

২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ