Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

শেরপুরের সজবরখিলা মমতাজ মেমোরিয়াল একাডেমীর প্রতিষ্ঠাতা ও সম্পাদক এসএম এনামুল হক মির্জু ওই বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মর্মান্তিভাকে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ করেছে ওই শিক্ষার্থীর বাবা। ওই শিক্ষার্থীর পারিবারিক সূত্রে জানা যায়, শেরপুর সদর উপজেলার মুনকান্দা গ্রামের ইসাহাক আলীর ছেলে ইশতিয়াক আহাম্মেদ শিয়াম মমতাজ মেমোরিয়াল একাডেমীর ৭ম শ্রেণীর ছাত্র। সে গত ২৯মার্চ স্কুলে আসলে ক্লাশে তার আরেক সহপাঠির সাথে কথা কাটা-কাটি হলে, ক্লাস টিচার তাকে কান ধরে উঠবস করায়। পরে স্কুলের প্রতিষ্ঠাতা ও সম্পাদক এসএম এনামুল হক মির্জু ওই শিক্ষার্থীকে আবারো মারাত্মকভাবে পিটিয়ে আহত করে। আহত শিশুটি তার নিজ বাড়ীতে গিয়ে আরো অসুস্থ হয়ে পড়লে, তাকে ওই রাতেই দ্রæত হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে শিক্ষার্থীর বাবা ইসাহাক আলী জানান, জনাব মির্জু স্কুলের শিক্ষক নন, তিনি অন্যায়ভাবে আমার ছেলেকে পিটিয়েছেন। আমি এ ঘটনার উপযুক্ত বিচার চাই। এবিষয়ে মমতাজ মেমোরিয়াল একাডেমীর প্রতিষ্ঠাতা ও সম্পাদক এসএম এনামুল হক মির্জু বলেন, আমি ওই ছাত্রকে পিটাই নাই। এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিক্ষার্থী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ