নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
হংকংয়ের জাকি টুর্নামেন্টে মালয়েশিয়ার জালে গোল উৎসব করলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ কিশোরী দলের ফুটবলাররা। বিশাল জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলো তারা। গতকাল হংকংয়ে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশ ১০-১ গোলে বিধ্বস্ত করে মালয়েশিয়াকে। ম্যাচের আধ ঘণ্টা না পেরুতেই মালয়েশিয়ার জালে পাঁচবার বল জড়ায় বাংলাদেশ। বিরতির আগে আরও একবার গোল করে তারা। ১৩ মিনিটে সাজেদা খাতুনের গোলে এগিয়ে যায় বাংলাদেশ (১-০)। তহুরা ব্যবধান দ্বিগুণ করেন ১৮ মিনিটে (২-০)। মিনিট দুয়েক পরেই নিজের দ্বিতীয় গোল করেন তহুরা (৩-০)। ফরোয়ার্ড শামসুন্নাহার ২১ মিনিটে গোল করলে ৪-০তে এগিয়ে যায় বাংলাদেশ। মিনিট তিনেক পর আনাই মগিনিও গোলের দেখা পান (৫-০)। ৩৭ মিনিটে শামসুন্নাহার নিজের দ্বিতীয় গোল আদায় করে নেন (৬-০)। দ্বিতীয়ার্ধে আসে আরও চার গোল। ৪৬ মিনিটে আনুচিং দলের হয়ে সপ্তম গোলটি করেন (৭-০)। মিনিট সাতেক পর অবশ্য জেমিনের সহায়তায় এক গোল শোধ দেয় মালয়েশিয়া (১-৭)। এরপর প্রতিপক্ষের জালে বাংলাদেশ তিনবার বল প্রবেশ করিয়েছে। ৫৫ মিনিটে গোল করেন মিডফিল্ডার শামসুন্নাহার (৮-১)। আনাই মগিনি ৬৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন (৯-১)। দুই মিনিট পর নিলুফার ইয়াসমিন নীলা মালয়েশিয়ার হারের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন (১০-১)। জকি ক্লাব টুর্নামেন্টে বাংলাদেশ খেলছে মালয়েশিয়া, ইরান ও স্বাগতিক হংকংয়ের বিপক্ষে। আঁখি-মারিয়া-তহুরাদের টানা তিন দিন মাঠে নামতে হচ্ছে। আজ ইরান ও আগামীকাল স্বাগিতক হংকংয়ের বিপক্ষে লড়বে লাল সবুজের কিশোরীরা। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলের হাতেই উঠবে এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।