নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
৩৬ জুটির ৭২ জন খেলোয়াড়কে নিয়ে শুরু হয়েছে খন্দকার ফজলে সোবহান জাতীয় পেয়ার ব্রিজ চ্যাম্পিয়নশিপ। গতকাল জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন সাবেক পররাষ্ট্র সচিব ফারুক সোবহান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের সভাপতি মুশফিকুর রহমান মোহন, সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস এবং কুমিল্লা ক্লাবের সভাপতি গোপী কুন্ডু। দেশের হাতে গোনা দু’চারটি ডিসিপ্লিনের মধ্যে একটি ব্রিজ, যারা বিশ্বকাপে অংশ নিয়েছে। আগামী আগষ্টে অনুষ্ঠিতব্য জাকার্তা এশিয়ান গেমসেও খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ ব্রিজ ফেডারেশন। তাই খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধির জন্য এবার ‘খন্দকার ফজলে সোবহান ন্যাশনাল পেয়ার ব্রিজ চ্যাম্পিয়নশিপ’এর আয়োজন করেছে ফেডারেশন। তাদের দাবী, এ আসরে খেলে ব্রিজ খেলোয়াড়দের দক্ষতা বাড়বে। যা আসন্ন জাকার্তা এশিয়ান গেমসে কাজে লাগবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।