Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জন প্রতি ৮ কোটি টাকা বোনাস!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

বিশ্বকাপ মাঠে গড়াবে জুনে। তার আগে আন্তর্জাতিক বিরতিতে প্রীতি ম্যাচ খেলেছে স্পেন। প্রথম ম্যাচে বর্তমান বিশ্ব চ্যম্পিয়ন জার্মানির সঙ্গে করেছে ১-১ গোলে ড্র। আর পরের ম্যাচে আর্জেন্টিনাকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে। এই জয়ের আনন্দের রেশ কাটতে না কাটতেই তাদের জন্য বোনাস ঘোষণা করেছে স্পেনের ফুটবল ফেডারেশন। রাশিয়া বিশ্বকাপ যদি স্পেন জিততে পারে তাহলে প্রত্যেক খেলোয়াড়কে ৮ লাখ ইউরো করে দেওয়া হবে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৮ কোটি ১৭ লাখ ৭৯ হাজার ৩২৫ টাকা। সে অনুসারে স্পেন যদি সত্যি সত্যিই বিশ্বকাপ জিতে যায় তাহলে ৩৫ মিলিয়ন ডলার খরচ হবে খেলোয়াড়দের বোনাস দেওয়ার ক্ষেত্রে। মূলত আর্জেন্টিনার বিপক্ষে বড় জয় পাওয়ার ম্যাচের পরই বোনাসের বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়। এখন মন্ত্রনালয়ের অনুমোদন পাওয়ার অপেক্ষায় রয়েছে বিষয়টি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বোনাস


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ