পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ঈদের আগে পোশাক শ্রমিকদের মূল বেতনের ৫০ শতাংশ ঈদ বোনাস হিসেবে পরিশোধ করতে বলেছে সরকার। বাকি ৫০ শতাংশ ঈদের পরে পরিশোধ করতে হবে। গত শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সচিবালয় কার্যালয়ে তার সভাপতিত্বে কারখানার মালিক, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও ট্রেড ইউনিয়ন নেতাদের মধ্যে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে তিন পক্ষের প্রতিনিধিরা ঈদের আগে বোনাস হিসেবে মূল বেতনের ৫০ শতাংশের বিষয়ে একমত হন। তবে মূল বেতনের বাকি ৫০ শতাংশ পরে বেতনের সঙ্গে সমন্বয় করতে হবে বলে জানান শ্রমিক অধিকার সংগঠন ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিলের সাধারণ সম্পাদক চায়না রহমান। বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, আমরা এই প্রস্তাবের সঙ্গে একমত হয়েছি। আমরা শ্রম আইন অনুযায়ী বোনাসের দাবি জানিয়েছিলাম।
সে অনুযায়ী, উৎসব বোনাস এক মাসের মূল বেতনের সমান। তিনি আরও জানান, ত্রিপাক্ষিক বৈঠকে এক মাসের মূল বেতনের সমান বোনাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অর্থ প্রদান করা হবে দুই দফায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।