Inqilab Logo

বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪, ১৩ আষাঢ় ১৪৩১, ২০ যিলহজ ১৪৪৫ হিজরী

এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারে সাংবাদিকদের ওপর নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

নকল প্রতিরোধ ও প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধে এবার মোবাইল ফোন ও ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহারে সাংবাদিকদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নরসিংদী সরকারী কলেজ কর্তৃপক্ষ। গত ২৯ মার্চ নরসিংদী সরকারী কলেজের প্রিন্সিপাল ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা কেন্দ্র ২০১৮’র ভারপ্রাপ্ত কর্মকর্তা এ মর্মে একটি লিখিত পত্র নরসিংদী প্রেস ক্লাবে প্রেরণ করেছেন। চিঠিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র মোতাবেক ২০১৮ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় ২০০ মিটারের অভ্যন্তরে ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যতীত অন্য কেউ মোবাইল ফোন বা অনুমোদিত ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না। সম্মানিত সাংবাদিক বৃন্দকে উল্লেখিত মোবাইল ফোন বা ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রের ২০০ মিটারের অভ্যন্তরে প্রবেশ না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এই চিঠি প্রাপ্তির পর সাংবাদিকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ অবস্থায় সাংবাদিকদের উপর মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপে কারা লাভবান হবে এ মর্মে ব্যাপক প্রশ্নের উদ্রেক করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এইচএসসি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ