Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পটিয়ায় খালে বেড়িবাঁধ নির্মাণে অনিয়ম

গ্রামবাসীর প্রতিবাদে কাজ বন্ধ

পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

পটিয়া উপজেলার শিকলবাহা খালে বেড়ীবাঁধ নির্মাণে অনিয়মকে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্ধারিত নক্শা অনুযায়ী কাজ না করে এলাকার কতিপয় লোকজনের সাথে যোগসাজশ পূর্বক প্রকল্প ম্যানেজার অনিয়মের মাধ্যমে নক্শা বাইরে কাজ করায় শিকলবাহা খালের তীর কৈয়গ্রাম, ইসলামপুর গ্রামবাসীর মধ্যে গত বৃহস্পতিবার ম্যানেজারের সাথে বাকবিতন্ডায় অবশেষে লাজ বন্ধ হয়ে যায়। গ্রামবাসীদের মধ্যে উত্তোজনা দেখা দিলে পটিয়ার জিরি ইউ,পি চেয়ারম্যান আবুল কালাম ভোলা ও বড় উঠান ইউ,পি চেয়ারম্যান দিদারুল আলম কাজ বন্ধের নির্দেশ দেয়। জানা যায় কর্ণফুলীর নদীর সাথে সংযুক্ত শিকলবাহা জোয়ার ভাটা খালের ভাঙ্গন রোধ ও বর্ষাকালে পানি প্রবাহ ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড শিকলবাহা খালের আনোয়ারা, পটিয়া ও কালারপোল অংশে প্রায় ৪ কি.মি. বেড়ীবাঁধ নির্মাণের জন্য ১৭ কোটি ৪ লক্ষ ২৭ হাজার ১৬৭ টাকা বরাদ্ধ দেয়। বাস্তবায়নকারী শাখা চট্টগ্রাম পওর বিভাগ, পানি উন্নয়ন বোর্ড,্ আনোয়ারা উপ-বিভাগীয় প্রকৌশলীর অধীনে উক্ত কাজের টেন্ডার হলে ঠিকাদার গত ২০১৭ সালে মার্চ মাসে কাজ শুরু হয়। কিন্তু পটিয়া শিকলবাহা খালের কৈয়গ্রাম, ইসলামপুর এলাকায় নক্শা পরিবর্তন করে কাজ করতে গেলে এলাকাবাসাীর মধ্যে উত্তেজনা দেখা দেয়। ইসলামপুর এলাকার ফকির মাহামুদ, ওসমান, আলমগীর, কায়ছার জানান খালের তীরে তাদের বাড়ীর লোকজন অত্যন্ত দরিদ্র। তাদের বাড়ীঘর উচ্ছেদের জন্য স্থানীয় খালেদ সাইফুল্লাহ, লেদু, ইব্রাহিম তারা ঠিকাদার ও তার প্রকল্প ম্যানেজার মঞ্জুর আহমদের সাথে যোগসাজম করে চলাচলের পথ ভরাট নকশা অনুযায়ী সোজা পথে কাজ না করে বাঁকা পথে কাজ করার চেষ্টা করছে। এতে অহেতুক অধশতাধিক বসতবাড়ী ধ্বংশ হবে। অনেকের অভিযোগ বাঁধ নির্মাণে তাদের কোন নোটিশ দেয়নি বসত বাড়ি ও জায়গার কোন ক্ষতিপূরণের ব্যবস্থাও নেয়নি। এই নিয়ে এলাকায় উত্তেজনা চলছে। পানি উন্নয়ন বোর্ড আনোয়ারা উপ-বিভাগীয় প্রকৌশলী জহির উদ্দীন জানান নকশা পরিবর্তন করে কাজ করার বিষয়টি তিনি জানতে পেরেছেন। সেহেতু কৈয়গ্রাম এলাকায় কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রতিবাদ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ