প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বাংলাদেশের আধুনিক গানের অন্যতম জনপ্রিয় সঙ্গীতশিল্পী পলাশ। গানের ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত তার একক অ্যালবাম প্রকাশ হয়েছে ৩৮টি। চলচ্চিত্রে গান করেছেন ১৫ শ’ররও বেশি। নিয়মিত স্টেজ শো নিয়ে ব্যস্ত দেশে এবং দেশের বাইরে। সম্প্রতি ইতালী, লন্ডনে টানা শো শেষ করে দেশে ফিরেছেন। ফিরেই শবনম চৌধুরীর লেখা ‘তুই যদি বলিস হাসতে আমায়, কেন তবে তুই কাঁদিস’ একটি গানের মিউজিক ভিডিও নিয়ে আগামী ঈদে দর্শকের সামনে হাজির হচ্ছেন পলাশ। বাপ্পা মজুমদারের সুর সঙ্গীতে এরইমধ্যে গানটির রেকর্ডিং-এর কাজ শেষ। শিঘ্রই এর মিউজিক ভিডিও নির্মাণের কাজ শুরু হবে বলে জানান পলাশ। পলাশ বলেন, ‘প্রায় এক বছর হলো নতুন গান করা হচ্ছে না। শবনম চৌধুরীর লেখা গানের কথা ভালো লাগায় গানটি করেছি। বাপ্পা মজুমদার অসাধারণ সুর সঙ্গীত করেছেন। তাই গানটি নিয়ে আশাবাদী। ইচ্ছে আছে, ঈদে শ্রোতা-দর্শকের কাছে গানটি তুলে দেবার।’ পলাশ জানান, আগামী ৮ এপ্রিল তিনি ৭টি শো করার জন্য ইউরোপ ট্যুরে যাবেন। শো নিয়ে বেশ ব্যস্ত থাকার কারণে নতুন গানে খুব বেশি সময় দিতে পারেন না। পলাশ জানান, আগামী ঈদে তার ৩৯তম একক অ্যালবামও প্রকাশ হবে। এখন পর্যন্ত প্রকাশিত তার একক অ্যালবামের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘ভুল করেছি ভালোবেসে’,‘তুমি বড় স্বার্থপর’,‘ মায়া লাগাইছে’,‘তুমি নেই কিছু নেই’,‘ তুমি ভুলে যেতে পারো’,‘ অবিচার’ , ‘চন্দ্রবিন্দু’ উল্লেখযোগ্য। সোহানুর রহমান সোহান পরিচালিত ‘স্বজন’ চলচ্চিত্রে পলাশ প্রথম প্লে-ব্যাক করেন। সর্বশেষ তিনি আলী আকরাম শুভ’র সুর সঙ্গীতে একটি চলচ্চিত্রে প্লে-ব্যাক করেছেন।
ছবিঃ পলাশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।