Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এফ এ সুমনের নতুন মিউজিক ভিডিও ভালো থাকিস

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ধারাবাহিকভাবে একের পর এক গান উপহার দিয়ে চলেছেন সঙ্গীতশিল্পী এফ এ সুমন। সমপ্রতি রনস্ মিউজিক-এর ব্যানারে নির্মিত হলো এই কণ্ঠশিল্পীর নতুন একটি গানের মিউজিক ভিডিও। ‘ভালো থাকিস’ শিরোনামের নতুন এই গানটির কথা লিখেছেন আরমান সিদ্দিকি। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন অমিত। গানটির মিউজিক ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করেছেন প্রিয়াংকা জামান, সুপ্ত ও তুহিন। ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে ভিডিওটি নির্মাণ করেছেন এস এম তুষার। চিত্রগ্রহণ করেছে রানা শেখ। এফ এ সুমন বলেন, ‘ভালো থাকিস’ অসম্ভব সুন্দর একটি গান। গানটির কথা, সুর ও সংগীত সব মিলিয়ে এক কথায় অসাধারন। ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে ভিডিওটি নির্মাণ করা হয়েছে। গানটি নিয়ে আমি খুব আশাবাদী। রনস্ মিউজিক-এর ব্যানারে ভিডিওটি খুব শিগগিরই বিভিন্ন চ্যানেলসহ অনলাইন মাধ্যমে প্রকাশ করা হবে।
ছবিঃ ভালো থাকিস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ