Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বৈশাখে এফ এ সুমন ও সোহানার নতুন মিউজিক ভিডিও

প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : পহেলা বৈশাখে প্রকাশিত হতে যাচ্ছে কণ্ঠশিল্পী সোহানার একক অ্যালবাম ‘এফ এ সুমন ফিচারিং সোহানা’। ইতোমধ্যে নির্মিত হয়েছে অ্যালবামের ‘রঙিন স্বপ্ন’ শিরোনামের ডুয়েট গানের মিউজিক ভিডিও। গানটিতে কণ্ঠ দিয়েছেন এফ এ সুমন ও সোহানা। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন নির্মাতা সামছুল হুদা ও চিত্রগ্রহণ করেছেন মাহমুদুল হক সাইদ। ভিডিওটিতে মডেল হয়েছেন বাহরাইন প্রবাসী সাকিল দেওয়ান ও সানিয়া জারা। মিউজিক ভিডিওটি প্রসঙ্গে এফ এ সুমন বলেন, আমার আর সোহানার এই গানটি খুবই রোমান্টিক। গানের কথাগুলো চমৎকার। মিউজিক ভিডিওটি দর্শক-শ্রোতাদের আকৃষ্ট করবে বলে আমি আশাবাদী। উল্লেখ্য, গানটির কথা লিখেছেন সাথী আকতার। সুর ও সংগীতায়োজন করেছেন এফ এ সুমন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বৈশাখে এফ এ সুমন ও সোহানার নতুন মিউজিক ভিডিও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ