Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথমবারের মতো একসাথে এফ এ সুমন ও কাজী শুভর অ্যালবাম

প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : গত কয়েক বছরে ধারাবাহিকভাবে বেশ কিছু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন এফ এ সুমন ও কাজী শুভ। এ দুজন দুই ধারার গান করে থাকেন। তবে এবার বৈশাখ উপলক্ষে দুজনই নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন। এই প্রথমবারের মতো এফ এ সুমন ও কাজী শুভ একসঙ্গে অ্যালবাম করলেন। অ্যালবামের নাম ‘তোকে ছাড়া রাত’। ফয়সাল রাব্বিকীনের কথায় দ্বৈত এ অ্যালবামটি ঈগল মিউজিকের ব্যানারে প্রকাশিত হবে। এ অ্যালবামে থাকছে মোট ৬টি গান। তিনটি করে গান গেয়েছেন এফ এ সুমন ও কাজী শুভ। সবগুলো গানই তাদের একক কণ্ঠের। এর মধ্যে দুই জনই তাদের গানগুলোর সুর ও সংগীত করেছেন। এফ এ সুমন বলেন, এটি একটি ভিন্নধর্মী গানের অ্যালবাম। অ্যালবামের পরিকল্পনাটা বেশ ভালো লেগেছে। এই প্রথম কাজী শুভ ও আমি একসঙ্গে কোন অ্যালবামে গান করলাম। নিজের স্টাইলেই গানগুলো করেছি। আশা করছি, শ্রোতাদের ভালো লাগবে। কাজী শুভ বলেন, অ্যালবামটিতে আমি ও সুমন ভাই নিজেদের মতো করে গান করেছি। সব মিলিয়ে ভালো একটি অ্যালবাম হয়েছে। আমার বিশ্বাস গানগুলো ভালো লাগবে শ্রোতাদের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রথমবারের মতো একসাথে এফ এ সুমন ও কাজী শুভর অ্যালবাম
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ