পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জয়পুরহাট জেলা সংবাদদাতা : ৭২ সালের সংবিধানকে অবমাননা করে কেহ ক্ষমতায় থাকতে পারেনি, স্বাধীন দেশের চিফ জাস্টিসকে অপমান করার অর্থ রাষ্ট্রকে অপমান করা, আপনাকে-আমাকে অপমান করা, বাংলাদেশ বহু দলীয় গনতন্ত্রের দেশ। এখানে কোন দল যা ইচ্ছা তাই করতে পারবেনা। এমনকি ৩শ’টি আসনে জয়লাভ করলেও যা ইচ্ছা তা করার ক্ষমতা কোন দলের নেই। দেশ প্রবীন আইনজীবী ও সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন।
গতকাল বিকেলে জয়পুরহাট রামদেও বাজলা স্কুল মাঠে গণ ফোরাম আয়োজিত জনসভায় ও দুপুরে আইনজীবীদের সাথে মতবিনিময় সভায় এসব বলেন সংবিধান বিশেষজ্ঞ ও গণফোরাম নেতা ড. কামাল হোসেন। তিনি বলেন ষোড়শ সংশোদনী অবৈধ ৭ জন বিচারক এই রায় দিয়েছে। তার জন্য চীফ জাস্টিসকে বাংলাদেশ ছাড়তে হয়েছে। আর মাত্র আড়াই মাস তার কার্য্যকাল ছিল, এই আড়াই মাস যদি চীফ জাস্টিস সিনহা থাকতেন তা হলে কি বাংলাদেশ কি ধংস হয়ে যেত? ক্ষমতার উৎস জনগণ, অন্যায় এবং অবৈধ কোন কিছুই বাংলার মানুষ মানেনি মানবেনা। তিনি এই অন্যায়ের বিরুদ্ধে আইনজীবী ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। সংবিধানকে রক্ষা করতে হবে, ৫২ সালে মোহম্মদ আলী জিন্নাহকে যেমন বাংলার মানুষ নো,নো,নো, বলেছিল সেইরকম একব্যক্তির শাসনকে নো, নো, নো, বলতে হবে।
সভায় উপস্থিত হয়ে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, জিয়াউর রহমানকে যখন মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকার করা হয়না তখন আমি প্রতিবাদ করি।, বঙ্গবন্ধুকে যখন অপমান করা হয় তখন সহ্য করা যায়না, শেখ হাসিনা কে যখন অপমান করা হয় তখন মেনে নেয়া যায়না আবার শেখ হাসিনা কোন অন্যায় করলে সেটাও মেনে নেওয়া যায়না। সরকারের উদ্দেশ্যে কাদের সিদ্দিকি বলেন, জিয়া অরফানেজে কোন দুর্নীতি হয় নাই, খালেদা জিয়া কোন দুর্নীতি করেন নাই, কোন টাকা লুটপাট হয়নাই। টাকা আছে ব্যাংকে তবু তাকে জেলে যেতে হয়েছে এটা অন্যায় অথচ ৫ হাজার কোটি টাকা ১০হাজার কোটি টাকা লুট করে খেয়েছে তার বিচার হয়নি। খালেদা জিয়ার জামিনের নথি আসতে সময় লাগে ১৫ দিন এটা হাস্যকর ব্যাপার ছাড়া কিছু নয়। যে মামলায় আদালত জামিন দেয় সেই মামলাতে সাজা বাড়ানোর আপিল করতে কোনদিন দেখিনি আদালত কাউকে জামিন দিলে সরকার বিরোধীতা করে না, এ সরকার তাও করেছে। সুপ্রিম কোর্টএ দুদক সজা বড়ার আপিল করে এটা অত্যান্ত লজ্জাজনক ব্যাপার। বেগম খালেদা জিয়া জেলে আছেন তিনি মুক্তিযোদ্ধার স্ত্রী, তিনি সাবেক প্রধানমন্ত্রী, তাকে যেন শন্মানের সাথে রাখা হয় এটাই বলা উচিত ছিল শেখ হাসিনার কিন্তু তিনি তা না করে উল্টু তাকে চোর বলেছে। বঙ্গবন্ধু গায়ের চামড়া খুলে জুতা বানাতে চেয়েছিল মতিয়া চৌধুরী আজ তাকে নিয়ে রাজনীতি করেন শেখ হাসিনা।
গণফোরাম আয়োজিত রামদেও বাজলা উচ্চ বিদ্যালয়ের মাঠে গণফোরাম সভাপতি শ্যামল কুমার সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন গনফোরম প্রেসিডিয়ামের সদস্য মোকাদেদস আলী, সুপ্রিম কোর্টেও এ্যাডভোকেট সুব্রত রায়। জেলা গনফোরামের সাধারন সম্পাদক মামুনুর রশীদসহ অন্যন্যরা। এর আগে দুপুরে জেলা বারের সভাপতি রফিকুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে আরো বক্তব্য দেন জেলা বারের সাধারন সম্পাদক শাহিনুর রহমান শাহিন, সিনিয়র আইনজীবী ও সাবেক এমপি এ্যাড. এইএম খলিলুর রহমান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।