বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আগামী ৭ এপ্রিল লালদীঘি ময়দানে এরশাদের জনসভা সফল করার আহ্বান জানিয়েছেন সম্মিলিত জাতীয় জোটের নেতারা। গতকাল (বৃহস্পতিবার) চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে জোটের নেতারা জানান, জাতীয় নির্বাচন সামনে রেখে দেশব্যাপী জনমত গঠনের লক্ষে ঢাকার পর বন্দরনগরী চট্টগ্রামে জনসভা করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এ সমাবেশ জাতীয় রাজনীতিতে গুণগত পরিবর্তন আনবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সম্মিলিত জাতীয় জোটের লিয়াজোঁ কমিটির সদস্য ও বাংলাদেশ ইসলামি ফ্রন্টের সিনিয়র যুগ্ম মহাসচিব স উ ম আবদুস সামাদ। এসময় সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশ সমন্বয় কমিটির আহ্বায়ক মোঃ সোলায়মান আলম শেঠ উপস্থিত ছিলেন। দেশের অর্থনৈতিক চালিকাশক্তি বন্দরনগরী চট্টগ্রাম এখন সবচেয়ে বেশি অবহেলিত ও বঞ্চিত জনপদ অভিযোগ করে আবদুস সামাদ বলেন, সামনের বর্ষা চট্টগ্রামবাসীর জন্য সতর্ক সংকেত। দীর্ঘ পাঁচ বছর ধরে বন্দরনগরী কর্ণফুলী নদীর জোয়ারে ভাসছে। এবারও উত্তোরণের কোন লক্ষণ দেখা যাচ্ছে না। সরকারের একজন মন্ত্রী চট্টগ্রামের সড়ক যোগাযোগের বেহাল অবস্থার কথা স্বীকার করেছেন উল্লেখ করে তিনি বলেন, সেবা দানকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয় নেই। ফলে চট্টগ্রাম নগরী দূষিত ও বাসের অযোগ্য হয়ে পড়ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।