Inqilab Logo

রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

নগর পরিকল্পনা ও সম্প্রসারণে সুদূর প্রসারী হতে হবে -জাবি ভিসি

জাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম বলেছেন, ‘নগর ও অঞ্চল পরিকল্পনায় তাত্তিক বিষয়ের সঙ্গে প্রায়োগিক বিষয়ের সমন্বয় করতে হবে। নগর অভিমুখী মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। তাই নগর পরিকল্পনা ও সম্প্রারণে সুদূর প্রসারী হতে হবে।’ গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের আয়োজনে ‘নগর উন্নয়ন ও ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এর আগে সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে সেমিনার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, সাভার পৌরসভার মেয়র আবদুল গণি, ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবির, আরবান ডেভলপমেন্ট কার্যালয়ের পরিচালক ড. খুরশীদ জেবিন হোসেন তৌফিক এবং হাউজ বিল্ডিং এ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক মো. আবু সাদেক। সেমিনারে বক্তাগণ বলেন, বাংলাদেশের মোট আয়তনের ৪.৫ ভাগ পৌরসভা ও সিটি কর্পোরেশনের আওতাধীন। অথচ পরিকল্পনার আওতায় এসেছে মাত্র ১০ হাজার বর্গ কিলোমিটার এলাকা। ৮০ ভাগ বিল্ডিং নির্মিত হয়েছে অপরিকল্পিতভাবে। ১৭ ভাগ ভূমি চলে যাচ্ছে ইটভাটায়। বক্তাগণ আরো বলেন, প্রতিদিন ৬৯২ একর কৃষি জমি হারিয়ে যাচ্ছে। সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নই পারে এসব রোধ করতে। বক্তাগণ বলেন, মানুষকে কেন্দ্র করে পরিকল্পনা গ্রহণ করতে হবে। পাশাপাশি গুরুত্ব দিতে হবে মানুষের সঙ্গে জড়িত অন্যান্য অনুষঙ্গকে। নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সভাপতি অধ্যাপক শফিক-উর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে তিনটি সেশনে ১১টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরিকল্পনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ