Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভেনিজুয়েলায় জেলখানায় ভয়াবহ অগ্নিকান্ডে ৬৮ জনের মৃত্যু

| প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভেনিজুয়েলায় একটি কারাগারে বুধবার বন্দিরা পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সেখানে আগুন ধরে গেলে ৬৮ জন প্রাণ হারায়।
দেশটির শীর্ষ কৌসুলী ও কারাবন্দিদের একটি মানবাধিকার সংস্থা একথা জানিয়েছে। কারাবোবো অঙ্গরাজ্যে আটক কেন্দ্রটিতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ভেনিজুয়েলার কারাগারগুলোতে ধারণক্ষমতার অতিরিক্ত বন্দী রয়েছে। এসব কারাগারে একের পর এক প্রাণহানির এটা সর্বশেষ ঘটনা।
প্রধান কৌসুলী তারেক উইলিয়াম সাব টুইটারে বলেন, ‘কারাবোবো রাজ্যের পুলিশ সদরদপ্তরের কারাগারে ভয়াবহ অগ্নিকাÐের ঘটনায় ৬৮ জন মারা গেছে। আমরা এই নাটকীয় ঘটনার তদন্তে চার জন কৌঁসুলী নিয়োগ দিয়েছি।’
উনা ভেন্তানার প্রধান কার্লোস নিয়েতো বলেন, ‘নিহতদের কেউ কেউ আগুনে পুড়ে আর অন্যরা শ্বাসরোধ হয়ে মারা গেছেন।’
বন্দিরা বিছানাগুলোতে আগুন ধরিয়ে রক্ষীদের বন্দুক চুরি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এই ঘটনায় দুজন নারী মারা গেছে। ধারণা করা হচ্ছে অগ্নিকাÐের সময় তারা কারাগারে আটক বন্দিদের সঙ্গে দেখা করতে এসেছিল। কারাবোবো অঙ্গরাজ্যের গভর্নর রাফায়েল লাকাবা এই ঘটনায় ‘হতাশা’ প্রকাশ করেছেন। তিনি টুইটারে বলেন, ‘ঘটনার কারণ ও এর সঙ্গে জড়িতদের সনাক্ত করতে একটি তদন্ত শুরু হয়েছে।’ তিনি নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সংহতি প্রকাশ করেছেন। সূত্র : এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভেনিজুয়েলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ