Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সহিংসতায় ইরাকে এক মাসে সহস্রাধিক মানুষের প্রাণহানি

প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইরাকে সন্ত্রাস, সহিংসতা এবং সশস্ত্র সংঘাতের কারণে অব্যাহতভাবে মানুষের প্রাণহানিতে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। ইরাক বিষয়ক জাতিসংঘের দূত এবং ইউএনএএমআই প্রধান জন কুবিস গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এ ধরনের পরিস্থিতি অগ্রহণযোগ্য, এতে সাধারণ মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছে। খবরে বলা হয়, অন্তর্ঘাত, সন্ত্রাসী কর্মকা-, সংঘাত-সহিংসতা ও সশস্ত্র লড়াইয়ের ঘটনায় ১,১১৯ জনেরও বেশি মানুষের প্রাণহানি ও ১,৫৬১ জন আহত হয়েছেন বলে জাতিসংঘ জানিয়েছে। বিগত মার্চ মাসে সমগ্র ইরাকজুড়ে এসব ঘটনা ঘটে বলে গত শুক্রবার ইরাক বিষয়ক জাতিসংঘের সহযোগী মিশন ইউএনএএমআই এক বিবৃতিতে জানিয়েছে। নিহতদের মধ্যে ৫৭৫ জন এবং আহতদের মধ্যে ১,১৯৬ জন বেসামরিক সাধারণ মানুষ রয়েছেন। বিবৃতিতে আরো বলা হয়, ইরাকে সংঘাত ও হতাহতের ঘটনা অব্যাহত থাকায় দেশটিতে নিযুক্ত জাতিসংঘের দূত এবং ইউএনএএমআই প্রধান জন কুবিস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, সন্ত্রাস, সহিংসতা এবং সশস্ত্র সংঘাতের কারণে মানুষ অব্যাহতভাবে মৃত্যুবরণ করছেন, আহত হচ্ছেন। এসব ঘটনায় আমি মারাত্মকভাবে বিপর্যস্ত। সাধারণ মানুষ সহিংসতার আগুনে পুড়বে তা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। ইরাকে ফেব্রুয়ারিতে সন্ত্রাস ও সশস্ত্র সংঘাতের কারণে ৬৭০ জন নিহত হয়েছেন বলে নিবন্ধন তালিকা থেকে জানা গেছে। ওই মাসেই সন্ত্রাসী হামলার কারণে ইরাকজুড়ে ১,২৯০ জন মানুষ আহত হয়েছেন। ২০১৪ সালের জুন থেকে ইরাকের উত্তর ও পশ্চিমাঞ্চলের উল্লেখযোগ্য অংশ দখল করে জিহাদি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। এরপর থেকে দেশটিতে সহিংসতার বিস্তৃতি যে ঘটে চলেছে তা যেন থামছেনা। একের পর এক সহিংসতার ঘটনা ঘটছেই। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সহিংসতায় ইরাকে এক মাসে সহস্রাধিক মানুষের প্রাণহানি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ