Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোটালীপাড়া পৌরসভার ভোটগ্রহণ আজ

কোটালীপাড়া উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

আজ বৃহস্পতিবার গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভার নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। এর আগে এ দিনটি ঠিক করে তফশীল ঘোষণা করে নির্বাচন কমিশন। এর পর থেকে মনোনয়ন পত্র দাখিল, যাচাই বাছাই, প্রত্যাহার ও প্রতীক বরাদ্দ শেষে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করেন প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা। ১২ মার্চ প্রত্যাহারের শেষে দিনে মেয়র পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী শেখ কামাল হোসেন ও ১নং সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে নাসির উদ্দিন সরদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। বাকি ৮টি সাধারণ ওয়ার্ডে ২৯জন পুরুষ কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত মহিলা আসনে ১৪জন প্রতিদ্বন্দ্বি প্রার্থী ব্যাপক গণসংযোগ ও প্রচার প্রচারনা শেষ করে নির্বাচিত হওয়ার অপেক্ষায় রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভোটগ্রহণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ