Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলাপাড়ায় আওয়ামী লীগের বর্ধিতসভায় ভোটগ্রহণ!

কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৬ এএম

পটুয়ালীর কলাপাড়ায় আ.লীগে উপজেলা চেয়ারম্যান পদে তৃণমূলের সরাসরি গোপন ভোটে পছন্দের শীর্ষে রইলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক এসএম রাকিবুল আহসান। তিনি পেলেন ১২৬ ভোট। তার পরের অবস্থান বর্তমান উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদর। তিনি পেয়েছেন ৭৯ ভোট। ৬৬ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে থাকলেন যুবলীগের কেন্দ্রীয় নেতা এ্যাড. শামীম আল সাইফুল সোহাগ। এছাড়া আরও ছয় জনের মধ্যে সৈয়দ আক্তারুজ্জামান কোক্কা পেয়েছেন ৫০ ভোট, সুলতান মাহমুদ ৩৬ ভোট, আব্দুল মালেক আকন্দ ৩০ ভোট, অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন ও এসএম মোশাররফ হোসেন ৯ ভোট, অধ্যক্ষ ড. শহীদুল ইসলাম বিশ্বাস ২ ভোট। মোট নয় জন সম্ভাব্য প্রার্থী শীর্ষস্থান দখলের লড়াইয়ে অবতীর্ণ হন। শহীদ শেখ কামাল অডিটরিয়াম কমপ্লেক্স মিলনায়তনে গত বুধবার সকাল ১০ টায় উপজেলা আ.লীগের বিশেষ কাউন্সিলে গোপন ব্যালটে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান বাছাই সম্পন্ন হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব। অন্যান্যের মধ্যে কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল হাওলাদার, কুয়াকাটা পৌরসভার মেয়র আব্দুল বারেক মোল্লা, আ.লীগ নেতা ফজলুর রহমান সিকদার শানু, এনামুল ইসলাম লিটু বক্তব্য রাখেন। তৃণমূলের ভোটে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল ইসলাম ২৪৬ ভোট পেয়ে শীর্ষে রয়েছেন। তার পরেই ১০৮ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন যুবলীগ সভাপতি শফিকুল ইসলাম বাবুল খান। ভাইস চেয়ারম্যান মহিলা পদে ১৫৩ ভোট পেয়ে শীর্ষে রয়েছেন কাউন্সিলর উম্মে তামিমা বিথী। ১২৫ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন শহিনা পারভীন সীমা।

 

কলাপাড়ায় পাঁচ প্রতারক আটক
পটুয়াখালীর কলাপাড়ায় ১৬০ পিস মোবাইল ফোনের মিসকার্ডসহ পাঁচ জনকে আটক করেছে পটুয়াখালী র‌্যাব-৮ এর সদস্যরা। গত বুধবার দুপুরে উপজেলার ধানখালী তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকার বিভিন্ন মোবাইলের দোকান থেকে সিমকার্ডগুলো উদ্ধার করে এদের আটক করা হয়। এরাহলো মো.ইলিয়াস (২৮) জাহাঙ্গীর মাঝি (৪০) মোস্তাফিজুর রহমান (১৬) আল-মামুন (২৭) ও আলামিন (২৮)। এদের বাড়ি কলাপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে। এ ঘটনায় র‌্যাবের নায়েক সুবেদার মো. দেলোয়ার হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আওয়ামী লীগের বর্ধিতসভায় ভোটগ্রহণ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ