Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ বটতলার নাটক খনা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

অনেকদিন পর মঞ্চে আসছে বটতলার আলোচিত নাটক খনা। শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আজ সন্ধ্যা ৭টায় নাটকটি মঞ্চস্থ হবে। খনা রচনা করেছেন সামিনা লুৎফা নিত্রা ও নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার। খনার অন্য নাম লীলাবতী। তার গল্পটা অনেক পুরোনো, কিংবদন্তীর ঘেরাটোপে বন্দি। তবু যেটুকুর তল খুঁজে পাওয়া যায় তিনি এক বিধুষী জ্যোতিষী, স্বামী মিহিরও একই বৃত্তিধারী। খনার শ্বশুর যশস্বী জ্যোতিষী বরাহ মিহির। পুত্রবধূর যশ, খ্যাতি ও বিদ্যার প্রভাব দর্শনে তিনি হীনমন্যতা ও ঈর্ষায় জ্বলতে থাকেন। শ্বশুরের নির্দেশে লীলাবতীর জিহ্বা কর্তন ও তার কিংবদন্তী হয়ে ওঠার গল্প পেরিয়েছে প্রজন্মের সীমানা। নাটকটির মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেন আবু আউদ আশরাফী, সুর ও সঙ্গীত ব্রাত্য আমিন, শারমিন ইতি ও জিয়াউল আবেদীন রাখাল। অভিনয়ে আছেন সামিনা লুৎফা নিত্রা, মো. আলী হায়দার, ইভান রিয়াজ, শারমিন ইতি, তৌফিক হাসান, শেউতি শাহগুফতা, মিজানুর রহমান, আব্দুল কাদের, পঙ্কজ মজুমদার, বাকিরুল ইসলাম, ব্রাত্য আমিন, জিয়াউল আবেদীন রাখাল, সৌম্য সরকার, লায়কা বশীর, মাহফুজা সিদ্দিকা প্রমুখ।
ছবিঃ খনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাটক

২৯ অক্টোবর, ২০২২
২৪ সেপ্টেম্বর, ২০২২
১১ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ