Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

উত্তর কোরিয়া-চীনের নেতাদের গোপন বৈঠক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০১৮, ১:৩৩ পিএম

গত কয়েক দিনের গুঞ্জনই শেষ পর্যন্ত সত্যি হলো। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বেইজিং গিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং এর সঙ্গে বৈঠক করেছেন বলে নিশ্চিত করেছে দুই দেশের কর্মকর্তারা।
এ সপ্তাহের শুরুতে উত্তর কোরিয়ার উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ ব্যবহার করেন এমন একটি ট্রেন যখন বেইজিংয়ে দেখা যায়। তারপর থেকেই গুজব শুরু হয়। কিন্তু দুই দেশের কেউই তখন বিষয়টি নিশ্চিত করেননি। ট্রেনটি চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছায় সোমবার। এ বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ঘনিষ্ঠ তিনটি সূত্রের বরাত দিয়ে ব্লুমবার্গ বলছে, চীনের রাজধানীতে পৌঁছেছেন উত্তর কোরিয়ার নেতা।
শিনহুয়া নিউজ এজেন্সি জানিয়েছে, কিম চীনের নেতা শি জিন পিং এর সঙ্গে সফল আলোচনা করেছেন। এ সফরকে খুবই গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে, কারণ একে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক এবং দূর পাল্লার ক্ষেপণাস্ত্র নিয়ে উত্তর কোরিয়ার সম্ভাব্য আলোচনার প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে।
গত মাসেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিমের সঙ্গে বৈঠক করার অভূতপূর্ব প্রস্তাব গ্রহণ করেন। বিশ্লেষকরা আগেই ধারণা করেছিলেন, ঐ বৈঠকের আগে চীন ও উত্তর কোরিয়া নিজেরা বৈঠক করবে।
শিনহুয়া জানিয়েছে, কিম চীনের নেতাকে আশ্বস্ত করেছেন যে তিনি পারমানবিকীকরণ বন্ধে প্রতিশ্রুতিবদ্ধ। উত্তর কোরিয়ার কেসিএনএ সংবাদ সংস্থা এ সফরকে একটি মাইলফলক বলে বর্ণনা করেছে। কিম গত সাত বছরের মধ্যে প্রথমবারের বিদেশ সফরে গেলেন। চীন সাধারণত পিয়ংইয়ং এর সঙ্গে আন্তর্জাতিক আলাপ আলোচনার মধ্যস্থতা করে থাকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ