Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

চালের দাম কমান

| প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

মানুষের নিত্যপ্রয়োজনীয় প্রতিটি জিনিসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে পেঁয়াজ। তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে চাল। চাল ছাড়া আমরা একদিনও অতিবাহিত করতে পারব না। কিন্তু ধারাবাহিকভাবে বেড়েই চলছে চালের দাম। বর্তমানে প্রতি কেজি নাজিরশাইল ৭৩ টাকা, এক নম্বর মিনিকেট ৬৫, সাধারণ মিটিকেট ৬২, বিআর-২৮ ৫৫, স্বর্ণা ও পারিজাত ৪৫ টাকা করে বিক্রি হচ্ছে। এ দামে চাল ক্রয় করা অনেক সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। অন্যদিকে পেঁয়াজের দাম বৃদ্ধি নতুন কিছু নয়। দাম কমার কথা থাকলেও তাতে নেই কোনো কার্যকর উদ্যোগ। খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে ৪৫ টাকা করে। নিত্যপ্রয়োজনীয় জিনিসগুলোর দাম এমনভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে একশ্রেণির মানুষকে না খেয়ে থাকতে হবে। তাই পেঁয়াজ ও চালের বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি অত্যন্ত প্রয়োজন।
শামীম শিকদার
ভাকোয়াদী, কাপাসিয়া, গাজীপুর



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন