Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শীতলক্ষ্যায় নৌকাডুবিতে নিখোঁজ ৫ জনের লাশ উদ্ধার

| প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৮, ১২:০০ এএম


রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : শুক্রবার রাতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় শীতলক্ষ্যায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়া ৫ যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে ও গতকাল রোববার সকালে দক্ষিণ রূপসীসহ আশপাশের এলাকায় লাশ ভেসে উঠলে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল সেগুলো উদ্ধার করে তীরে নিয়ে আসেন। পরে উদ্ধার হওয়া পাঁচজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। যাদের লাশ উদ্ধার হয়েছে তারা হলেন-রাজধানীর কদমতলী থানার দক্ষিণ দনিয়ার আজিজুল মিয়ার ছেলে কারখানা শ্রমিক লতিফ মিয়া (১৮), পূর্ব ধোলাইপাড় এলাকার রবিউল মিয়ার ছেলে টেইলার্স শ্রমিক শরীফ (২৮), একই এলাকার নাসির উদ্দিনের ছেলে জুতা ব্যবসায়ী তুষার (২৬), একই এলাকার জয়নাল মিয়ার ছেলে নাট বল্টু ব্যবসায়ী বাবু(২০) ও রূপগঞ্জের তারাবো পৌরসভার দক্ষিণ মাসাবো এলাকার সিরাজুল ইসলামের ছেলে জাসিম মোহাম্মদ রাজু(২৮)। আর কেউ নিখোঁজ না থাকায় ফায়ার সার্ভিস, পুলিশ ও নৌ-বাহিনীর সমন্বিত এই উদ্ধার অভিযান সমাপ্ত ষোষণা করা হয়েছে।
রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, শুক্রবার রাতে শীতলক্ষ্যা নদের ডেমরা ঘাট থেকে নৌকা ভাড়া করে শীতলক্ষ্যা নদে নৌ ভ্রমণে বেরিয়েছিলেন ১৪ বন্ধু। রাত সাড়ে ৯ টার দিকে তারাব পৌরসভার দক্ষিণ রূপসী এলাকায় বালুবাহী বাল্কহেডের ধাক্কায় নৌকাটি ডুবে যায়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শীতলক্ষ্যা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ