বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মুরশাদ সুবহানী, পাবনা থেকে : আর্ন্তজাতিক নিয়মনীতি এবং ৩০ সালা মেয়াদী গঙ্গার পানি চুক্তি ভারত উপেক্ষা করায় পাবনা এবং এর আশপাশের অনেক নদ-নদী পানি শূন্য হয়ে পড়েছে। পানি শূন্য নদীতে চলছে দখলবাজী আর বিভিন্ন আবর্জনা ফেলার কারণে পরিবেশ ঝুঁকির মধ্যে পড়েছে। পদ্মা নদীর শাখা বড়াল নদী এখন পানির জন্য চিৎকার করছে। নদী নির্ভর সেচ কার্য ব্যাহত হওয়ায় কৃষক, মৎস্য না পাওয়া মৎস্যজীবীরা আর নৌকা না চলায় মাঝিদের বুক ফাটা চোখের অশ্রæ ঝরছে। প্রমত্তা পদ্মা নদীর মতই বড়াল নদী। এই নদীর অনেক শাখা নদী আছে। এই নদী শুধু শাখা নদী নয় উপনদী হিসেবেও কাজ করত। বড়াল নদী তার বুকে ধারণ করা পানি যমুনা নদীতে দিতে পারছে না। অপরদিকে, ভারতের গজালডোবা ব্যারেজর কারণে তিস্তা পানি শূন্য হয়ে পড়েছে, ফলে ব্রক্ষপুত্র নদে পানির টান পড়ায় যমুনা নদী শুকিয়ে গেছে। যমুনা নদীর বুক জুড়ে শুধু বালু চর। ড্রেজিং করেও নব্যতা ফিরছে না।
পদ্মা নদীর পানির আধার হলো গঙ্গা নদী। ভারতের ফারাক্কা ব্যারেজ দিয়ে পানি আসছে খুবই অল্প। যা চুক্তির শর্ত লংঘন বটে। পদ্মার শাখা নদী বড়াল। এই নদী রাজশাহী থেকে উৎপত্তি হয়ে চারঘাট থেকে নাটোর জেলার মধ্য দিয়ে পাবনার চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর হয়ে বাঘাবাড়ীতে হুরাসাগর নদীতে পড়েছে। এই নদী গিয়ে বেড়া উপজেলার নাকালিয়ায় যমুনা নদীতে মিশেছে। বড়াল এবং হুরাসাগর এই দুই নদী যমুনার উপনদী। উপনদীর তার বুকে ধারণ করা পানি পৌঁছে দেয় যে নদীতে পড়েছে সেই নদীকে। বড়াল নদীতে পানি না থাকায় যমুনা নদীর পানি কমে গেছে। ব্রক্ষপুত্র নদ এবং পদ্মার নদীর এর একটি শাখা মরা পদ্মা নদী নাম ধারণ করে পাবনা শহরের উপকণ্ঠ হয়ে সুজানগরের মধ্য দিয়ে যমুনা নদীতে প্রবাহিত ছিল। এই নদী বহু দিন আগেই বন্ধ হয়ে গেছে। ফলে মরা পদ্মার পানিও পাচ্ছে না যমুনা নদী । ফলে পাবনার সুজানগর এবং নগরবাড়ীতে যমুনা নদীর সংযোগ স্থলে তীব্র পানি সঙ্কট হওয়া চর পড়ে গেছে। শুষ্ক মওসুম পিক সময় শুরু হতে যাচ্ছে এপ্রিল-মে মাসে। এই মাস আসার আগেই নদীর বুক ফেঁটে একেবাওে চৌচিড় হয়ে যাবে। তীব্র পানি সঙ্কট শুধু উত্তরের জেলা নয়, এর বিরুপ প্রভাব-প্রতিক্রিয়া পশ্চিমের জেলাগুলোতেও লাগবে। দেশ এক ভয়াবহ পানি সঙ্কটে নিপতিত হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।