Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সিলেটে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নিহত ২

সিলেট অফিস | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৮, ১:০৪ পিএম

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকরে মসজিদের জমি নিয়ে বিরোধের জের ধরে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরো ৩০ জন আহত হয়েছে। শনিবার সকালে সালুটিকরের বহর মিত্রিমহল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন- সালুটিকর মিত্রিমহল গ্রামের আবদুল জলিলের ছেলে মনাই মিয়া (২৪) ও আবদুল আজিজের ছেলে রুমেল (২৮)।
স্থানীয়রা জানান, সালুটিকর বাজার মসজিদের জমি নিয়ে কয়েকদিন ধরে এলাকায় উত্তেজনা চলছিলো। শুক্রবার এ নিয়ে বিচারও হয়। তবে সমাধান হয়নি। শনিবার সকাল ৭টার দিকে দুই দল গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষে অনেকে আহত হন। পরে আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মনাই ও রুমেলের মৃত্যু হয়। আহত অন্তত ৩০ জন বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।
সিলেট জেলা পুলিশের এএসপি আনিসুর রহমান খান বলেন, মসজিদের জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে সালুটিকরে ২ জন নিহত হয়েছেন। এছাড়াও অনেকেই আহত হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত ২


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ