Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোহনপুরে অস্ত্রসহ আ’লীগ নেতা আটক

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

রাজশাহীর মোহনপুরে দেশীয় অস্ত্রসহ মৌগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলম তোতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার মৌগাছি বাজার এলাকা থেকে তাকে আটক করে। এ ব্যাপারে আলাল হোসেন নামে এক ব্যবসায়ী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, উপজেলার মৌগাছি গ্রামের আবেদ আলীর ছেলে আলাল হোসেন বৃহস্পতিবার রাত ৮ টার সময় আলু ক্রয়ের জন্য মোটরসাইকেলে করে নগদ দেড় লাখ টাকা নিয়ে মৌগাছি বাজারে যায়। মৌগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পৌছামাত্রই পথরোধ করে পূর্বের শক্রতার জের ধরে মৌগাছি গ্রামের নাজিম উদ্দিনের ছেলে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলম তোতাসহ ৪/৫ জন মিলে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে আলাল হোসেনকে আক্রমণ করে। আলাল হোসেন মাটিতে পড়ে গেলে তাকে মারপিটসহ মোটর সাইকেল ভাংচুর করতে থাকে। স্থানীয় লোকজন ছুটে আসলে অন্যান্যরা দেড় লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। আওয়ামীগ নেতা মাহাবুব আলম তোতাকে দেশীয় অস্ত্রসহ আটক করে থানায় খবর দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে দেশীয় অস্ত্র রাখার লোহার পাইপের কভার ও অস্ত্রসহ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। আসামী মাহাবুব আলম তোতাকে এই মামলার আসামী করে কারাগারে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক

২২ ফেব্রুয়ারি, ২০২৩
২১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ