Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদপুরে ইউপি নির্বাচন উপলক্ষ্যে উৎসবমুখর আমেজ

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ফরিদপুর সদর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরে ইউপি নির্বাচন উপলক্ষ্যে উৎসবমুখর আমেজে প্রচার প্রচারনা চলছে। প্রার্থী ও ভোটাররা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন গভীর রাত পর্যন্ত। কোনো কোনো ইউনিয়নে ভোর রাত পার হয়ে যাচ্ছে এই প্রচারনায়। দীর্ঘ ৮ বছর পর এই নির্বাচন আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হবে। ফরিদপুরের ১১টি ইউনিয়নেই ত্রি-মুখী নির্বাচনী লড়াই হবে। আওয়ামী লীগ মনোনিত প্রার্থী, বিএনপি মনোনিত প্রার্থীরা গ্রামে গ্রামে গ্রুপ বেধে ভোট চেয়ে যাচ্ছেন। ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থীর ভোটারদের মধ্যে বিশাল অঙ্কের ভোটের মালিকানা ফরিদপুর আটরশি হুজুরের জাকের পার্টির। ১১টি ইউনিয়নে প্রায় ৩০-৩৫ হাজার জাকের পার্টির ভোট রয়েছে। জাকের পার্টি যে দিকে সর্মথন দিবে সেই প্রার্থীরাই বিজয়ী হওয়ার সম্ভাবনা থাকবে শতভাগ। ফরিদপুরের জেলা প্রশাসক ঘোষণা দিয়েছেন এবারের নির্বাচনে সুষ্ঠ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ফরিদপুরের ইউনিয়ন পরিষদের ভোটাররা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবী জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ