Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগামী মাসে পাকিস্তানে ফিরছেন মোশাররফ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

পাকিস্তানের সাবেক শাসক পারভেজ মোশাররফ আগামী মাসে দেশে ফিরতে পারেন বলে জানিয়েছে ২৩ দলীয় জোট পাকিস্তান আওয়ামী ইত্তেহাদ (পিএআই)-এর মহাসচিব ইকবাল দার। এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, মোশাররফ ঠিক কত তারিখে ফিরবেন তা এখনও নির্দিষ্ট করে জানানো হয়নি। পিএআই সদস্যদের সঙ্গে আলাপের পর দিনক্ষণ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দার। উল্লেখ্য, পারভেজ মোশাররফের নেতৃত্বেই এ ২৩ দলীয় জোটটি গঠিত হয়েছে। ১৯৯৯ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সে সময়কার প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে অপসারণ করে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তান শাসন করেন মোশাররফ। ডন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ