প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
তানভীর মোকাম্মেলের পরিচালনাধীন ও সরকারী অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘রূপসা নদীর বাঁকে’র প্রথম পর্বের শূটিং শেষ হয়েছে। ২৪ ফেব্রুয়ারী থেকে ১৭ মার্চ পর্যন্ত শূটিং করে সিনেমাটির পঞ্চাশ ভাগ কাজ সমাপ্ত হয়েছে। শূটিং হয় খুলনা জেলার বৈঠাঘাটা ও ফুলতলা উপজেলার গ্রামাঞ্চলে। ভাগ্যাহত এক বামপন্থী নেতার জীবন নিয়ে নির্মিত ‘রূপসা নদীর বাঁকে’ চলচ্চিত্রটির চিত্রগ্রহণের কাজ করছেন মাহফুজুর রহমান খান, শিল্পনির্দেশনায় আছেন উত্তম গুহ, আবহসঙ্গীত পরিচালনায় সৈয়দ সাবাব আলী আরজু, কাস্টিং ডিরেক্টর ও পোষাকের দায়িত্বে আছেন চিত্রলেখা গুহ, মেকআপ শিল্পী মোহাম্মদ আলী বাবুল ও সহকারী পরিচালনায় আছেন রানা মাসুদ। অভিনয় করছেন জাহিদ হোসেন শোভন, খায়রুল আলম সবুজ, নাজিবা বাশার, রামেন্দু মজুমদার, আতাউর রহমান, চিত্রলেখা গুহ, ঝুনা চৌধুরী, আফজাল কবির, রাজীব সালেহীন, মাসুম বাশার, আবদুল্লাহ রানা, বৈশাখী ঘোষ, শরীফ হোসেন ইমন, পংকজ মজুমদার, ইকবাল আহমেদ, শ্যামল বিশ্বাস, মেহেদী আল আমীন ও অন্যান্যরা। সিনেমাটির দ্বিতীয় পর্বের শূটিং শুরু হবে মে মাসে। যেহেতু সিনেমাটি বামপন্থী আন্দোলন নিয়ে তাই কর্পোরেট পুঁজির সহায়তা না নিয়ে অনুদানের অর্থ ছাড়া সিনেমাটির বাকী খরচের অর্থ নির্মাতা তানভীর মোকাম্মেল ক্রাউড-ফান্ডিং বা গণ-অর্থায়নের মাধ্যমে তোলার চেষ্টা করছেন।
ছবিঃ রূপসা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।