পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সুপ্রিম কোর্ট বারের নির্বাচন জাতীয় নির্বাচনের একটি প্রতিফলন। যদিও অনেক প্রভাবশালী আওয়ামী লীগ নেতারা এই নির্বাচন বানচাল করার চেষ্টা করেছিলেন। কিন্তু তারা চেষ্টা করেও অবাধ ও সুষ্ঠু নির্বাচন ঠেকাতে পারেন নি বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ।
শুক্রবার (২৩ মার্চ) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জিয়া নাগরিক ফোরাম (জিনাফ) আয়োজিত প্রতিবাদী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিএনপির অন্যান্য নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
মওদুদ বলেন, বর্তমান সরকারের জনপ্রিয়তা একেবারে শূন্যের কোঠায়। যে কারণে সুপ্রিম কোর্ট বার নির্বাচনে আওয়ামী লীগ মাত্র ২৫ শতাংশ ভোট পেয়েছে আর বিএনপি পেয়েছে ৭৫ শতাংশ। আগামী জাতীয় নির্বাচন যদি এরকম সুষ্ঠু হয় তবে তার ফলাফলও একই দাঁড়াবে। আইনজীবীদের সর্বোচ্চ সংগঠন এই সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। আর প্রত্যেক আইনজীবী একেকজন সচেতন ও চিন্তাশীল মানুষ। তারা রাষ্ট্রের সব ধরনের মানুষের বক্তব্য জানেন। তাই তাদের ভোট অবশ্যই জনগণের মতামতের প্রতিরূপ।
বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হলেও জনগণ তার ফলাফল পায়নি উল্লেখ করে বিএনপির এই নেতা আরো বলেন, সরকার বলছে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। কিন্তু তার ছোঁয়া জনগণ এখনো পায়নি। যে কারণে জনগণ এ সাফল্যে সম্পৃক্ত হতে চায় না। তাই বৃহস্পতিবার (২২ মার্চ) সাধারণ জনগণের পরিবর্তে বিভিন্ন মন্ত্রণালয়ের লোকজনদেরকে নিয়ে আনন্দ-উৎসব করেছে সরকার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।