Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উন্মুক্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব ২০১৮

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ঢাকা চলচ্চিত্র আন্দোলন-এর আয়োজনে আজ বিকেল ৫ টা থেকে শুরু হচ্ছে ‘উন্মুক্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব -২০১৮’। উৎসবে ১২ টি নির্বাচিত ও চারটি আমন্ত্রিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করা হবে। উৎসবটির আয়োজক নির্মাতা নূরুল আলম আতিক জানান, উৎসবের উদ্বোধন করবেন নন্দিত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। প্রধান অথিতি হিসেবে উপস্থিত থাকবেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। উত্তরার তিন নম্বর সেক্টরের রবীন্দ্র সরণীর বটতলায় উৎসব শুরু হবে। চলচ্চিত্রগুলো হচ্ছে, বিসর্জন, পরিচালক ইয়াস রোহান। টুনেস, পরিচালক জাবেদ পাটোয়ারি। আই এম নোবডি, পরিচালক তানভীর রহমান। সহজ মানুষ, পরিচালক মাহমুদা সুলতানা রীমা। শুকতারা, পরিচালক- মোহাম্মদ রিসান। গহীন ঘর, পরিচালক- তানবীনা জাহান জুসি। একদিন, পরিচালক ইহতিশাম আহমেদ টিংকু। মধুকর, পরিচালক- ওয়াসিউদ্দিন আহমেদ। পাঠকের মৃত্যু, পরিচালক মেহেদি হাসান। ইতিবৃত্ত কিংবা বাস্তবতার পূনরারম্ভ, পরিচালক মাহমুদ হাসান। জল ও পানি, পরিচালক সোহেল রানা বয়াতি। শ্যাডো অফ লাভ, পরিচালক আসিফ ইউ হামিদ। আমন্ত্রিত চলচ্চিত্র চারটি চলচ্চিত্র হচ্ছে, পৌনঃপুনিক- খন্দকার সুমন, কবি স্বামীর মৃত্যুর পর আমার জবান বন্দী-তাসমিয়া আফরিন মৌ,. এ লেটার টু গড- হেমন্ত সাদিক এবং অঙ্গজ- খন্দকার সুমন। চলচ্চিত্রগুলোর নির্বাচনের দায়িত্ব পালন করেন নির্মাতা ও উৎসব আহবায়ক নূরুল আলম আতিক ও নির্মাতা খান জেহাদ। উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র, পরিচালক, চিত্রনাট্য, চিত্রগ্রাহক, সমপাদক, অভিনেতা, অভিনেত্রী ও সংগীতসহ মোট আটটি বিভাগে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উন্মুক্ত


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ